আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে কোনও একটি স্কিমের পূর্ববর্তী রিটার্ন ভালোভাবে খতিয়ে দেখা এবং তা একই ক্যাটেগরির অন্যান্য স্কিমের সঙ্গে তুলনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী রিটার্ন সাধারণত একটি ইঙ্গিত দেয় যে স্কিমটি অতীতে কেমন পারফরম্যান্স করেছে। এটি অনেকের বিশ্বাস অনুযায়ী ভবিষ্যতের পারফরম্যান্সের দিক নির্দেশ করতে পারে।


তবে মনে রাখতে হবে, এক ক্যাটেগরির স্কিমের সঙ্গে অন্য ক্যাটেগরির স্কিমের তুলনা করা মানে আপেল আর কমলার তুলনা করা। এটি বাস্তবসম্মত নয়। এই কারণেই আমরা একটি নির্দিষ্ট ক্যাটেগরি অর্থাৎ ফোকাসড মিউচুয়াল ফান্ড পারফরম্যান্স বিশ্লেষণ করছি এবং গত পাঁচ বছরে সবচেয়ে ভালো রিটার্ন দেওয়া স্কিমগুলোর তালিকা তুলে ধরছি।

আরও পড়ুন: এআই যেন ‘মৃত্যুর দূত’, এই ব্যক্তির সঙ্গে যা হল জানলে শিউরে উঠবেন


ফোকাসড মিউচুয়াল ফান্ড কী?
ফোকাসড মিউচুয়াল ফান্ড হলো এমন ইকুইটি মিউচুয়াল ফান্ড যা নির্দিষ্ট কিছু স্টকে (সর্বোচ্চ ৩০টি) বিনিয়োগ করে। এগুলোর কমপক্ষে ৬৫% অর্থ ইকুইটি এবং ইকুইটি-সম্পর্কিত ইনভেস্টমেন্টে বিনিয়োগ করতে হয়।


ফান্ডের তথ্য (AMFI অনুসারে)
AMFI (Association of Mutual Funds in India)-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভারতে মোট ২৮টি ফোকাসড মিউচুয়াল ফান্ড আছে। এদের সম্মিলিত AUM (Assets Under Management) হল ১,৬২,১৭২ কোটি টাকা। এই ক্যাটেগরিটি AUM-এর ভিত্তিতে দ্বিতীয় সর্বনিম্ন জনপ্রিয়, যেখানে ডিভিডেন্ড ইয়িল্ড ফান্ড সবচেয়ে কম জনপ্রিয়। 


গত পাঁচ বছরে ২০%+ বার্ষিক রিটার্ন দেওয়া সেরা ৬টি ফোকাসড ফান্ড:
1.    360 ONE Focused Fund—২০.৮৫ শতাংশ
2.    Franklin India Focused Equity Fund-২৪.২২ শতাংশ
3.    HDFC Focused Fund-২৭.৬১ শতাংশ
4.    ICICI Prudential Focused Equity Fund-২৪.২১ শতাংশ
5.    Nippon India Focused Fund-২২.৪৮ শতাংশ
6.    Quant Focused Fund-২১০৭ শতাংশ


মনে রাখতে হবে, উপরের স্কিমগুলোর পূর্ববর্তী রিটার্ন শুধুমাত্র রেফারেন্সের জন্য। অতীতে ভালো রিটার্ন দিলেই, ভবিষ্যতেও সেটা নিশ্চিতভাবে হবে — এমন কোনও গ্যারান্টি নেই। আবার, অতীতে কম রিটার্ন দিলেও ভবিষ্যতে ভালো পারফর্ম করতেও পারে।


ফোকাসড ফান্ডে সীমিত সংখ্যক স্টকে বিনিয়োগ করা হয়। এতে সম্ভাব্য ঝুঁকি ও রিটার্ন দুটোই তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিনিয়োগের আগে স্কিমের অতীত রিটার্ন, রিস্ক প্রোফাইল, এবং ফান্ড ম্যানেজার ইত্যাদি ভালোভাবে যাচাই করে দেখা উচিত। সর্বোপরি যেকোনও বিনিয়োগের আগে আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করাই বুদ্ধিমানের কাজ। আপনার বিনিয়োগ হোক তথ্যভিত্তিক এবং সচেতন সিদ্ধান্তে। 


মিউচুয়াল ফান্ড হল এক ধরনের বিনিয়োগের মাধ্যম যেখানে অনেক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি পুল তৈরি করা হয় এবং সেই অর্থ বিভিন্ন সিকিউরিটিজ, যেমন - স্টক, বন্ড, ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা হয়। এই পদ্ধতিতে, বিনিয়োগকারীরা তাদের পুঁজি একটি পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত একটি বৈচিত্রপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগ করে।


মিউচুয়াল ফান্ড বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ একটি পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা বিভিন্ন সিকিউরিটিজে (যেমন - স্টক, বন্ড, ইত্যাদি) বিনিয়োগ করা হয়। এই পদ্ধতিতে, বিনিয়োগকারীরা অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করেও বিভিন্ন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ করার সুযোগ পায়, যা তাদের ঝুঁকি কমাতে সাহায্য করে।