আজকাল ওয়েবডেস্ক: আরবিআই তার রেপো রেট কমিয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। তবে এনিয়ে ভাবলে চলবে না। সিনিয়র সিটিজেনদের কাছে ফিক্সড ডিপোজিট একটি বিরাট ভরসা। তাই যদি এখানে সুদের হার কমে তাহলে সেখানে তারা অনেকটা ক্ষতির সামনে পড়ে যান।
এখানেই সিনিয়র সিটিজেনদের জন্য ভাল দিক নিয়ে এসেছে পোস্ট অফিস। তাদের কাছে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এটি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত। এখানে নিশ্চিত মনে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সিনিয়র সিটিজেনরা ভাল রিটার্ন পেতে পারেন।
যদি এখানে সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তবে তারা ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। যেখানে ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা কম সেখানে এই সুদের হার অনেকটা স্বস্তি দিতে পারেন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে।

প্রসঙ্গত, আরডি বা রেকারিং ডিপোজিট হল একটি পিগি ব্যাঙ্কের মতো। এই প্রকল্পে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। মেয়াদপূর্তির পর, বিনিয়োগকারী সুদের সঙ্গেই জমানো অর্থ পুরো ফেরত পান। যাঁরা তাদের বিনিয়োগে কোনও ধরণের ঝুঁকি নিতে চান না এবং ছোট সঞ্চয় থেকে অর্থ সংগ্রহ করতে চান তাদের জন্য এই প্রকল্পটি বেশ ভাল। আপনি ব্যাঙ্ক এবং ডাকঘর উভয় স্থানেই পুনরাবৃত্তিমূলক আমানতের বিকল্প পাবেন।
ব্যাঙ্কে আরডি'র মেয়াদ ১ বছর থেকে ১০ বছর, আপনি আপনার সুবিধা অনুযায়ী মেয়াদ বেছে নিতে পারেন। তবে পোস্ট অফিসের আরডি'র মেয়াদ ৫ বছর। তবে, পোস্ট অফিসের সুদের হার ভাল, তাই আপনি ৫ বছরে ভাল পরিমাণ তহবিল জমা করতে পারেন। বর্তমানে, পোস্ট অফিসের আরডি-তে বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আপনি যদি এই আরডি প্রকল্প শুরু করে থাকেন, তাহলে ভুল করবেন না, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হবে। আরডির সুদের হার সরাসরি ২.৭ শতাংশ কমে যাবে।

যদি আপনি ৫ বছরের আরডি-তে বিনিয়োগ করে থাকেন, তাহলে মেয়াদপূর্তির আগে এটি বন্ধ করে দেবেন না। যদি আপনি আরডি আগে থেকে বন্ধ করে দেন, তাহলে এর সুদের হার সরাসরি ২.৭ শতাংশ কমে যাবে। এমন পরিস্থিতিতে, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে। বর্তমানে, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। তাহলে আপনি ৬.৭ শতাংশ নয়, ৪ শতাংশ সুদের হারে রিটার্ন পাবেন।
আরও পড়ুন: সমুদ্র তীরে খালি পায়ে হাঁটার দিন শেষ, জলের নিচেই রয়েছে এই ভয়ানক বিপদ
নিয়ম অনুসারে, পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট ৫ বছরে ম্যাচিওর হয়। তবে প্রয়োজনে আপনি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছর পরে এটি বন্ধ করতে পারেন। কিন্তু যদি আপনি মেয়াদপূর্তির একদিন আগেও এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, তাহলে আপনাকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে। মনে রাখবেন যে অগ্রিম জমার সময়কাল পর্যন্ত সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেওয়া হয় না।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
