আজকাল ওয়েবডেস্ক: দেশের সবথেকে বিরাট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের টার্ম ডিপোজিটে বড় বদল আনল। এটি সিনিয়র সিটিজেন থেকে শুরু করে জেনারেল সিটিজেন সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এমসিএলআর এবং ইবিএলআর রেটে এই পরিবর্তন করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রেপো রেট ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে এসবিআই কর্তারা চিন্তাভাবনা করছিলেন। তারা এবার সেইমতো কাজ করলেন। ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে এবার থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্ম ডিজোপিটে সুদের হার ৬.৪৫ থেকে কমিয়ছে ৬.৪০ শতাংশ করে দেওয়া হয়েছে। এটি দুই থেকে তিন বছরের সময়ে কার্যকরী থাকবে।
এসবিআইয়ের ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি স্কিমে সুদের হার পরিবর্তন করা হল। এতদিন পর্যন্ত এটি ছিল ৬.৬০ শতাংশ। তবে এবার থেকে সেটি কমে হবে ৬.৪৫ শতাংশ। যদি কেউ ৩ কোটি টাকার মধ্যে এখানে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে এবার থেকে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.০৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ।
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনে সুদের হার থাকবে ৩.০৫ শতাংশ থেকে ৪.৯০ শতাংশ।৪৬ থেকে ১৭৯ দিন পর্যন্ত সুদের হার থাকবে একই সুদের হার। ১৮০ দিন থেকে ২১০ দিনে সুদের হার থাকবে ৫.৬৫ থেকে শুরু করে ৫.৯ শতাংশ। ১ বছর বা দুই বছরের মধ্যে সুদের হার থাকবে ৬.২৫ শতাংশ। তবে যারা ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করবেন তারা ৬.৩০ শতাংশ হারে সুদ পাবেন। ৫ থেকে ১০ বছরের জন্য যারা টাকা রাখবেন তারা ৬.০৫ শতাংশ হারে সুদ পাবেন।
সিনিয়র সিটিজেনরা ৭ থেকে ৪৫ দিনে সুদ পাবেন ৩.৫৫ শতাংশ। ৪৬ থেকে ১৭৯ দিনে সুদ পাবেন ৫.৪০ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনে সুদ পাবেন ৬.১৫ শতাংশ। ২১১ দিনের জন্য সুদের হার থাকবে ৬.৪০ শতাংশ। দুই বছরের কম হলে সুদের হার থাকবে ৬.৭৫ শতাংশ। ৫ বছরের জন্য হলে সুদের হার থাকবে ৬.৮০ শতাংশ। ৫ থেকে ১০ বছরের জন্য হলে সুদের হার থাকবে ৭.০৫ শতাংশ।
এসবিআই বরাবরই সকলের কাছে ভরসার জায়গা। সেখান থেকে সুদের হারে এই বদল খানিকটা হলেও সমস্যায় ফেলবে সকলকে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের। তাদের অনেকটা ভরসার জায়গা ছিল এই ব্যাঙ্ক। তবে এবার সুদের হার কমে যাওয়ায় সেখানে অনেকটাই ধাক্কা লাগল।
