আজকাল ওয়েবডেস্ক : পিপিএফ হল কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রজেক্ট যেখানে সাধারণ মানুষ তাদের টাকা বিনিয়োগ করেন। এখানে রয়েছে ৭. ১% হারে সুদ। তাই যদি একটু বুদ্ধি করে এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে মেয়াদ শেষে ভাল রিটার্ন পাবেন।
মাসে ১২, ৫০০ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে ১৫ বছরের মধ্যে আপনি পেয়ে যাবেন ৪১ লক্ষ টাকা। এই টাকা পেতে হলে আপনাকে প্রতি ৫ বছর অন্তর নিজের টাকা ফের বিনিয়োগ করতে হবে।
যে টাকা আপনি প্রথম থেকে বিনিয়োগ করছেন সেটা কিন্তু টানা বিনিয়োগ করে যেতে হবে। সেখানে কোনও দেরি করলে হবে না। যদি নিজের টাকা এখানে সঠিক পথে বিনিয়োগ করতে পারেন তাহলে মেয়াদ শেষে মোটা টাকা পেতে কোনও অসুবিধা হবে না।
একটু অপেক্ষা করে যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনার টাকা ভাল রিটার্ন করে দেবে আপনার হাতে। তাই পিপিএফ নিয়ে কোনও চিন্তা করবেন না। এখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন।
