আজকাল ওয়েবডেস্ক: আয়কর রিটার্ন দাখিলের সময় ভুল হওয়া নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রেই করদাতারা অনিচ্ছাকৃতভাবে আয় বাদ পড়ে যাওয়া, ভুল ডিডাকশন দাবি করা, ভুল হিসাব বা ভুল ITR ফর্ম বেছে নেওয়ার মত ভুল করে ফেলেন। তবে স্বস্তির খবর হল—এই ভুলগুলো এখনও সংশোধন করার সুযোগ রয়েছে। ৩১ ডিসেম্বর, আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯(৫) অনুযায়ী সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।
যেসব করদাতা তাদের মূল রিটার্নে কোনও ভুল বা অসম্পূর্ণ তথ্য খুঁজে পেয়েছেন, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত আইটিআর দাখিল করলে সাধারণত কোনও জরিমানা দিতে হয় না। একবার সংশোধিত রিটার্ন জমা পড়লে সেটিই সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট বছরের জন্য বৈধ রিটার্ন হিসেবে গণ্য হয় এবং আগের রিটার্নটি কার্যত বাতিল হয়ে যায়।
কোন কোন ভুল সংশোধন করা যায়?
সংশোধিত রিটার্নের মাধ্যমে বিভিন্ন ধরনের ভুল ঠিক করা যায়। যেমন—
আয় কম বা বেশি দেখানো
কোনও আয়ের উৎস বাদ পড়ে যাওয়া
ডিডাকশন বা এক্সেম্পশন ভুলভাবে দাবি করা বা একেবারেই না করা
হিসাবের ভুল
প্রয়োজনীয় তথ্য বা ডিসক্লোজার বাদ পড়া
ভুল ITR ফর্ম নির্বাচন
প্রাপ্য রিফান্ডের তুলনায় কম রিফান্ড দাবি করা
সংশোধিত ITR দাখিলের ধাপে ধাপে পদ্ধতি
সংশোধিত রিটার্ন দাখিলের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে এবং তুলনামূলকভাবে সহজ। করদাতাকে প্রথমে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট বছরের জন্য রিভাইসড রিটার্ন অপশনটি নির্বাচন করতে হবে।
মূল ধাপগুলো হল—
প্যান ও পাসওয়ার্ড ব্যবহার করে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।
সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করে রিভাইসড রিটার্ন অপশন বেছে নিন।
মূল রিটার্নের অ্যাকনলেজমেন্ট নম্বর ও ফাইলিংয়ের তারিখ দিন।
আয়, ডিডাকশন বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশোধন করুন।
সংশোধিত রিটার্ন সাবমিট করে ই-ভেরিফিকেশন সম্পন্ন করুন।
জরিমানা নেই, তবে অতিরিক্ত কর দিতে হতে পারে
নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করলে কোনও জরিমানা আরোপ করা হয় না। তবে সংশোধনের ফলে যদি করের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত করের সঙ্গে প্রযোজ্য সুদ দিতে হবে।
কেন আজই পদক্ষেপ জরুরি
বুধবারই শেষ দিন হওয়ায় আর দেরি করার সুযোগ নেই। সময়মতো সংশোধিত আইটিআর দাখিল করলে ভবিষ্যতে নোটিস, রিফান্ডে দেরি এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়ানো যায়। আপনি যদি আপনার আয়কর রিটার্নে কোনও ভুল খুঁজে পেয়ে থাকেন, তাহলে বুধবারই তা সংশোধন করার শেষ সুযোগ থাকছে।
