আজকাল ওয়েবডেস্ক: নিজের সন্তানের জন্য টাকা জমিয়ে রাখতে সকলেই চান। তবে এখানে বলে রাখা ভাল যদি নিজের সন্তানের উচ্চশিক্ষার জন্য টাকা রাখতে চান তাহলে সেখানে আপনার কাছে সবথেকে সেরা উপায় হতে পারে মিউচুয়াল ফান্ড। 


এখানে বিনিয়োগ করলে আপনি একটি নির্দিষ্ট সময় পরে ভাল টাকা পাবেন। তবে তার আগে আপনাকে অনেক আগে থেকেই বিনিয়োগ করতে হবে। কারণ আপনার সন্তানের উচ্চশিক্ষা শুরু হবে দশম বা দ্বাদশ শ্রেণি থেকে। তার আগেই যেন আপনার কাছে টাকা থাকে। সেই টাকা আপনি তার এমবিএ পড়ার ক্ষেত্রেও বিনিয়োগ করতে পারেন।


যদি আপনি মনে করেন যে বিনিয়োগের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন, তাহলে টাটা মিউচুয়াল ফান্ডের এই স্কিমটি আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। টাটা মিউচুয়াল ফান্ডের একটি প্রকল্প, টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ড - রেগুলার প্ল্যান প্রমাণ করেছে যে নিয়মিত ছোট সঞ্চয়ও দীর্ঘমেয়াদে একটি বড় তহবিল তৈরি করতে পারে। যদি কেউ এই তহবিলে ৩০ বছর ধরে প্রতি মাসে ১,০০০ টাকার এসআইপি করত, তাহলে তার মূল্য ১.০২ কোটি টাকারও বেশি হত।


টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ড ১৯৯৪ সালের ১ জুলাই চালু হয়েছিল। এটি এখন ৩০ বছর পূর্ণ করেছে। এটি ভারতের পুরনো মিডক্যাপ ফান্ডগুলির মধ্যে একটি। এই তহবিলের উদ্দেশ্য হল মিডক্যাপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করে মাঝারি থেকে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আরও ভাল রিটার্ন দেওয়া।


এই তহবিলটি চালু হওয়ার পর থেকে গড়ে ১৩.২৩ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। একই সময়ে এসআইপি মাধ্যমে বার্ষিক রিটার্ন ১০ বছরে ১৪.৯১ শতাংশ, ২০ বছরে ১৬.৫১ শতাংশ এবং ৩০ বছরে ১৭.৯২ শতাংশ। এর অর্থ হল, ৩০ বছর আগে যদি কেউ এককালীন ১,০০,০০০ টাকা বিনিয়োগ করত, তাহলে আজ সেই বিনিয়োগ ৪১.৫৮ লক্ষ টাকা হত।


টাটা মিডক্যাপ গ্রোথ ফান্ডের পোর্টফোলিও মিডক্যাপ সেগমেন্টের ভারতীয় কোম্পানিগুলির উপর ভিত্তি করে তৈরি। বর্তমানে তহবিলের ৯১.৩৬% বিনিয়োগ দেশীয় ইক্যুইটিতে রয়েছে, যার মধ্যে ১৪.৪৩% লার্জক্যাপে, ৪৬.৫২% মিডক্যাপে এবং ১৪.৫৮% স্মলক্যাপ স্টকে রয়েছে।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।