আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের জন্য বিনিয়োগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডি। শেয়ার বাজারের মতো এখানে টাকা হারানোর কোনও ঝুঁকি নেই, বরং একটি নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। আর আপনি যদি নিরাপদে সঞ্চয় করার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেশের তিনটি প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আপনাকে সুখবর দিচ্ছে। জানুয়ারি মাসেই এই ব্যাঙ্কগুলোর এফডি-তে সুদের হারে বড় ধরনের পরিবর্তন হয়েছে।
সিনিয়র সিটিজেন এফডি প্ল্যান
এই তিনটি সরকারি ব্যাঙ্ক হল কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। নতুন সুদের হার ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এই ব্যাঙ্কগুলো (বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য) আকর্ষণীয় সুদ দিচ্ছে। এবার জেনে নেওয়া যাক যে, এখন টাকা রাখলে কোন ব্যাঙ্কে আপনি সবচেয়ে বেশি লাভ পাবেন।
কানাড়া ব্যাঙ্কের এফডি-তে সুদের হার
দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক ৫ই জানুয়ারি থেকে তাদের নতুন সুদের হার কার্যকর করেছে। এফডি-র নির্দিষ্ট কিছু মেয়াদের উপর সুদের হার বাড়ানো হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বেশ লাভজনক।
কানাড়া ব্যাঙ্ক বর্তমানে তাদের ৫৫৫ দিনের এফডি-তে সর্বোচ্চ সুদ দিচ্ছে। এছাড়াও, ৪৪৪ দিনের প্ল্যানটিও ভাল রিটার্ন দিচ্ছে। ৫৫৫ দিনের এফডি-তে সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার ৬.৫০ শতাংশ। প্রবীণদের জন্য বার্ষিক ৭ শতাংশ। ৪৪৪ দিনের এফডি-তে সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার ৬.৪৫ শতাংশ। প্রবীণদের জন্য বার্ষিক ৬.৯৫ শতাংশ।
ব্যাঙ্ক অফ বরোদার এফডি-তে সুদের হার
ব্যাঙ্ক অফ বরোদা-ও ৫ই জানুয়ারি থেকে তাদের নতুন সুদের হার চালু করেছে। সাধারণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে সুদের হার বার্ষিক ৩.৫০ শতাংশ থেকে ৬.৪৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য এই হার ৭ শতাংশ।
সর্বোচ্চ লাভ পেতে গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি স্কিমটি বেছে নিতে পারেন। এক্ষেত্রে ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৬.৬০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.২০ শতাংশ সুদ দিচ্ছে।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র-এর এফডি-তে সুদের হার
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৭ই জানুয়ারি থেকে তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার বার্ষিক ২.৬০ শতাংশ থেকে ৬.৫৫ শতাংশ পর্যন্ত রয়েছে। প্রবীণ নাগরিকরা যথারীতি সাধারণ নাগরিকদের চেয়ে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ক্ষেত্রে, ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট বা এফডি-তে সর্বোচ্চ রিটার্ন পাওয়া যাচ্ছে। এই স্কিমে সাধারণ বিনিয়োগকারীরা ৬.৬৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.১৫ শতাংশ সুদ পাবেন।
এক নজরে বিনিয়োগকারীদের কী করা উচিত?
উপরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, তিনটি ব্যাঙ্কই স্বল্প থেকে মাঝারি মেয়াদের (৪০০-৫৫৫ দিন) বিনিয়োগের উপর বেশি জোর দিয়েছে। আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন, তবে ব্যাঙ্ক অফ বরোদার ৪৪৪ দিনের স্কিম (৭.২০ শতাংশ সুদ) বা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৪০০ দিনের স্কিম (৭.১৫ শতাংশ সুদ) আপনার জন্য বেশি লাভজনক হতে পারে। অন্যদিকে, কানাড়া ব্যাঙ্ক তাদের দীর্ঘমেয়াদী (৫৫৫ দিন) প্রকল্পে বার্ষিক ৭ শতাংশ নিশ্চিত রিটার্ন দিচ্ছে। বিনিয়োগ করার আগে আপনার আর্থিক চাহিদার কথা মাথায় রেখে সঠিক মেয়াদ বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
সতর্কতা: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। ফিক্সড ডিপোজিট বা যেকোনও বিনিয়োগ করার আগে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা শাখা থেকে বর্তমান সুদের হার অবশ্যই যাচাই করে নিন এবং প্রয়োজনে একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন।
