আজকাল ওয়েবডেস্ক: আপনার প্যান কার্ড কেবল একটি ট্যাক্স আইডি নয়- এটি ব্যাঙ্ক, সরকারি পরিষেবা এবং বিনিয়োগ প্ল্যাটফর্মগুলিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ নথি। যদি প্যান কার্ডে আপনার ছবি পুরনো বা ভুল হয়, তাহলে এটি আপডেট করা এখন আগের চেয়েও সহজ। একাধিক অফিসে যাওয়ার ঝামেলা ছাড়াই অনলাইন এবং অফলাইনেই আপনি কীভাবে আপনার প্যান কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন তার একটি সম্পূর্ণ নির্দেশিকা এখানে দেওয়া হল।
আয়কর বিভাগ করদাতাদের দু’টি অনুমোদিত পোর্টাল NSDL এবং UTIITSL- এর মাধ্যমে অনলাইনে তাঁদের প্যান কার্ডের ছবি আপডেট করার অনুমতি দেয়। প্রক্রিয়াটি সহজ এবং আপনার বাড়িতে বসেই করতে পারেন।
ওয়েবসাইটে গিয়ে প্যান কারেকশন বা আপডেট অপশনে ক্লিক করুন। সেখানে ফর্ম ৪৯এ (ভারতীয় নাগরিকদের জন্য) ক্লিক করুন। সাবধানে সমস্ত তথ্য আপডেট করুন। এরপর নতুন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। অবশ্যই ৪ কেবি থেকে ৩০০ কেবির মধ্যে। এরপর প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করে দিন। এরপর আপনাকে নির্দিষ্ট একটি টাকা চার্জ হিসেবে দিতে হবে। টাকা দেওয়ার পর একটি ১৫ ডিজিটের অ্যাকনলেজমেন্ট নম্বর জেনারেট হবে। সেটি দিয়ে ভবিষ্যতে প্যান কার্ডের কাজ কতদূর তা চেক করতে পারবেন।
অফলাইনে করতে চাইলে, NSDL অথবা UTIITSL ওয়েবসাইটের মাধ্যমে কাছাকাছি একটি প্যান পরিষেবা কেন্দ্র খুঁজে বার করে অনুমোদিত প্যান সেন্টারে যান। আপডেট বা সংশোধনের জন্য প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করে সেটিতে সমস্ত তথ্য লিখে ফেলুন। এরপর ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিন। ফি জমা দিয়ে অ্যাকনলেজমেন্ট স্লিপটি নিয়ে নিন।
প্যানের ছবি আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিগুলি হল-
সচিত্র পরিচয়পত্র: আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স
জন্মের প্রমাণ: আধার কার্ড, জন্ম শংসাপত্র অথবা পাসপোর্ট
ঠিকানার প্রমাণ: আধার কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা যে কোনও পরিষেবার বিল
ছবি: ৪.৫সেমিx৩.৫সেমি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
প্যান কার্ডের ছবি পরিবর্তন করা এখন অনেক মসৃণ, ঝামেলাহীন। আপনি অনলাইন বা অফলাইন উভয় বিকল্পই সহজ এবং নির্ভরযোগ্য। শুধু নিশ্চিত করুন যে আপনার নথিগুলি বৈধ।
