আজকাল ওয়েবডেস্ক: পিপিএফ, পোস্ট অফিস এফডি, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-এ সুদের হার চতুর্থ ত্রৈমাসিকের (১ জানুয়ারি, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত) জন্য অপরিবর্তীত রাখল কেন্দ্র। অর্থমন্ত্রক ৩১ ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা করেছে।
অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলেছে, '২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য, যা ১ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ মার্চ, ২০২৬-এ শেষ হবে, বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (১ অক্টোবর, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫) জন্য ঘোষিত হারের মতোই অপরিবর্তিত থাকবে।'
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সর্বশেষ সুদের হার-
সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে জমার উপর ৮.২ শতাংশ সুদের হার প্রযোজ্য থাকবে।
তিন বছরের পোস্ট অফিস মেয়াদী আমানত: তিন বছরের মেয়াদী আমানতের সুদের হার ৭.১ শতাংশ অপরিবর্তিত রয়েছে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট প্রকল্পের সুদের হার যথাক্রমে ৭.১ শতাংশ এবং ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।
কিষাণ বিকাশ পত্র: কিষাণ বিকাশ পত্রের সুদের হার হবে ৭.৫ শতাংশ, এবং বিনিয়োগ ১১৫ মাসে ম্যাচিওর হবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি): ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশই থাকল।
মাসিক আয় প্রকল্প: মাসিক আয় প্রকল্পে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ সুদের হার পাবেন।
সরকার সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে কিছু প্রকল্পের হার সংশোধন করেছিল। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার সরকার প্রতি ত্রৈমাসিকে ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার পর্যালোচনা ও নির্ধারণ করতে বাধ্য। ডাকঘর প্রকল্পগুলোর সুদের হার শ্যামলা গোপীনাথ কমিটির প্রস্তাবিত পদ্ধতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলো কী?
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলো হল সরকার-সমর্থিত আমানত প্রকল্প, যা ভারতীয় নাগরিকদের, বিশেষ করে নিম্ন থেকে মধ্যম আয়ের মানুষদের মধ্যে সঞ্চয়কে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে। এগুলো নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় এবং ডাকঘর ও নির্বাচিত ব্যাঙ্কগুলোর মাধ্যমে প্রদান করা হয়। জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম , পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, টাইম ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট। এই প্রকল্পগুলোর সুদের হার সরকার ত্রৈমাসিকভাবে পর্যালোচনা করে এবং সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটের ইল্ড ট্রেন্ড দ্বারা প্রভাবিত হয়।
