আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে থাকা সোনা এখন আর শুধু গহনা নয়, প্রয়োজনের সময় এটি একটি শক্তিশালী আর্থিক সম্পদ হয়ে উঠতে পারে। গোল্ড লোনের মাধ্যমে কোনও ব্যক্তি বা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের সোনা বিক্রি না করেই টাকার বন্দোবস্ত করতে পারেন। যা একটি নিরাপদ এবং সাশ্রয়ী বিকল্প।
কীভাবে কাজ করে গোল্ড লোন
গোল্ড লোনের মাধ্যমে ঋণগ্রহীতারা তাদের সোনার গহনা জামানত হিসেবে রেখে ঋণ নিতে পারেন। একই সঙ্গে সোনার মালিকানাও নিজেদের কাছে রাখতে পারেন। ঋণের মেয়াদকালে সোনা ঋণদাতার ভল্টে নিরাপদে সংরক্ষিত থাকে। যা ঋণগ্রহীতাদের আর্থিক সহায়তা এবং মানসিক শান্তি উভয়ই প্রদান করে। ঋণ পরিশোধ হয়ে গেলে সোনা ফেরত দেওয়া হয়, ফলে সম্পদের কোনও স্থায়ী ক্ষতি হয় না। এটি এমন পরিবার এবং ছোট ব্যবসার মালিকদের জন্য একটি আদর্শ সমাধান, যাদের মূল্যবান সম্পত্তি হাতছাড়া না করেই দ্রুত মূলধনের প্রয়োজন।
স্বল্প সুদে তহবিল প্রাপ্তি
গোল্ড লোনের অন্যতম প্রধান সুবিধা হল, অসুরক্ষিত ব্যক্তিগত ঋণের তুলনায় এর সুদের হার কম। যেহেতু স্বর্ণ ঋণ একটি সুরক্ষিত ঋণ, তাই এটি শিক্ষার খরচ, বিয়ে বা পারিবারিক প্রয়োজন এবং স্বল্পমেয়াদী ব্যক্তিগত জরুরি অবস্থায় সাশ্রয়ী অর্থের জোগান দেয়। ঋণগ্রহীতারা তাঁদের দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগে ব্যাঘাত না ঘটিয়েই আর্থিক চাহিদা মেটাতে পারেন, যার ফলে এটি মধ্যবিত্তদের মধ্যে বিশেষ জনপ্রিয়।
ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য সুবিধা
ক্ষুদ্র ব্যবসা এবং স্ব-নিযুক্ত ব্যক্তিরা প্রায়শই নগদ অভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হন। কাঁচামাল ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, স্বল্পমেয়াদী ব্যবসায়িক সুযোগ কাজে লাগাতে গোল্ড লোন কার্যকারী মূলধন সরবরাহ করে থাকে। দ্রুত অর্থ বিতরণ, ন্যূনতম কাগজপত্র এবং ঋণ পরিশোধের নমনীয় বিকল্পের কারণে গোল্ড লোন ব্যবসাগুলিকে নানা সুবিধা প্রদান করে থাকে।
ভারতে গোল্ড লোনের বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। সোনার দাম বাড়ার কারণে ঋণের যোগ্য পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্রক্রিয়া এবং সরল নিয়মকানুন ঋণ গ্রহণকে আগের চেয়ে সহজ ও দ্রুততর করে তুলেছে। সময়মতো ঋণ পরিশোধ করলে ক্রেডিট স্কোরও শক্তিশালী হয়, যা ভবিষ্যতের বড় ঋণের পথ খুলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, গোল্ড লোন এখন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের জন্যই একটি নিরাপদ, কার্যকর এবং বাস্তবসম্মত আর্থিক উপকরণে পরিণত হয়েছে। ঘরে থাকা সোনা টাকা জোগানের একটি মাধ্যম হতে পারে। যা আপনার মূল্যবান সম্পদ বিক্রি না করেই আর্থিক সহায়তা তথা ব্যবসার বৃদ্ধিতে সহায়তা করে।
