আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট আজও সাধারণ বিনিয়োগকারীদের কাছে একটি জনপ্রিয় ও নিরাপদ সঞ্চয় বিকল্প। বাজারে সুদের হারের ওঠানামা থাকলেও, এখনো কিছু ব্যাঙ্ক এমন FD স্কিম দিচ্ছে যেখানে ৫ বছরের মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৮ শতাংশ পর্যন্ত পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ বিনিয়োগের সীমা এই ক্ষেত্রে ৩ কোটি পর্যন্ত।


নিচে দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্ক বর্তমানে ৫ বছরের FD-তে এতটা আকর্ষণীয় সুদের হার দিচ্ছে।


৫ বছরের FD-তে ৮% পর্যন্ত সুদ
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক 
এই ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের জন্য ৫ বছরের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ সুদের হার অফার করছে। যারা দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগের খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এটি একটি উল্লেখযোগ্য বিকল্প।


জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক 
জনা স্মল ফিনান্স ব্যাঙ্কও ৫ বছরের মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৮ শতাংশ সুদ দিচ্ছে। উচ্চ সুদের পাশাপাশি ব্যাঙ্কটির জনপ্রিয়তা ও পরিষেবার কারণে অনেক বিনিয়োগকারী এই স্কিমের দিকে ঝুঁকছেন।


৭.২% পর্যন্ত সুদ
উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক 
উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৭.২ শতাংশ সুদ দিচ্ছে। যদিও এটি ৮ শতাংশ নয়, তবু বর্তমান বাজার পরিস্থিতিতে এটি বেশ প্রতিযোগিতামূলক।

 

FD-র সুদে কবে TDS কাটা হয়?
ব্যাঙ্কগুলির নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট ব্যাঙ্কে FD থেকে বার্ষিক সুদের আয় ১ লক্ষ ছাড়ালেই TDS কাটা বাধ্যতামূলক। মনে রাখা জরুরি, TDS কোনও অতিরিক্ত কর নয়। আপনি চাইলে এটি আপনার মোট কর দায়ের সঙ্গে সমন্বয় করতে পারেন বা ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার সময় ফেরত (রিফান্ড) হিসেবেও পেতে পারেন। এমনকি, যদি আপনি কর ফেরত পাওয়ার যোগ্য হন, তবে সেই ফেরতের ওপর সুদও পেতে পারেন।


নতুন কর কাঠামোতে বড় স্বস্তি
উদাহরণস্বরূপ, যদি আপনার মোট বার্ষিক আয় ১১ লক্ষ হয়, তাহলে নতুন কর ব্যবস্থায় (FY 2025–26) ধারা ৮৭এ অনুযায়ী কর রেয়াত পাওয়ায় আপনাকে কোনও আয়কর দিতে হবে না। এই কর রেয়াত ১২ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য।


কীভাবে TDS এড়ানো যায়?
যদি আপনার মোট করদায় শূন্য হয়, তাহলে আপনি ফর্ম ১৫জি (Form 15G) জমা দিয়ে TDS কাটা এড়াতে পারেন। ফর্ম ১৫জি জমা দিতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে, সংশ্লিষ্ট অর্থবর্ষে আপনার মোট করদায় শূন্য হতে হবে। যে আয়ের ওপর TDS না কাটার আবেদন করা হচ্ছে, তা মৌলিক করমুক্ত সীমার বেশি হওয়া চলবে না


বর্তমানে কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ বছরের FD-তে ৮ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে, যা নিরাপদ ও স্থিতিশীল আয়ের জন্য বেশ আকর্ষণীয়। তবে বিনিয়োগের আগে কর সংক্রান্ত নিয়ম, TDS ও নিজের কর পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ।