নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর বক্স অফিসে বরাবর বাংলা ইন্ডাস্ট্রির পাখির চোখ। পুজোর আবহে সিনেমা দেখার ভিড়ও কম থাকে না। পুজো শেষ হলেও সেই রেশ বক্স অফিসে কাটেনি দীর্ঘদিন। সৌজন্যে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি বহুরূপী। বর্তমানেও কিন্তু ম্যাজিক দেখাচ্ছে এই ছবি। প্রায় গোটা শহর যখন এখন পুষ্পা-জ্বরে ডুবে, তা সত্বেও ম্যাটিনি-ইভিনিং মিলিয়ে 'বহুরূপী'র তিনটি শো প্রায় হাউজফুল! 


প্রসঙ্গত, এই ছবি মুক্তির প্রথম দিনেই, মাত্র ২৪ ঘন্টায় প্রায় ১০ হাজার টিকিট আগাম বুকিং হয়েছিল অনলাইনে। পুজোর প্রতিটি দিনেও ‘বহুরূপী’র প্রায় প্রতিটি শো-এর দর্শকাসন ভর্তি ছিল। ইতিমধ্যেই বছরের সবথেকে বড় বাংলা ব্লকবাস্টার ছবির তকমাও পেয়েছে এই ছবি। 'বহুরূপী' ঘিরে দর্শক থেকে সমালোচক মহলের ইতিবাচক সাড়া নজর কেড়েছে। 

প্রসঙ্গত, 'বহুরূপী'র রঙে রাঙিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে থাকছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিও। গল্পে দুই জুটির রোম্যান্স দেখে খুশি দর্শকও। এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩,এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। গত ৮ অক্টোবর, ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর বাংলা ছাড়াও গোটা দেশ জুড়ে মুক্তি পেয়েছে ‘বহুরূপী’।