আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সবাই ডিজিটালভাবে লেনদেন করে। আপনি যদি ডিজিটাল লেনদেনের জন্য ইউপিআই ব্যবহার করেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান প্রসারের পরিপ্রেক্ষিতে,  অ্যাপে একটি ইউপিআই সার্কেল চালু করা হয়েছে। এই ইউপিআই কোনও পেমেন্ট টুল নয়; বরং এটি পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য একটি ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করে। এক্ষেত্রে একই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তির অনলাইন পেমেন্টের সুযোগ করে দেওয়া অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। তার কারণ, পারিবারিক বা অন্যকোনও ক্ষেত্রে ছোটোখাটো পেমেন্ট এখন অনেক সহজ হবে। 

ইউপিআই সার্কেল ফিচার সম্পর্কে জানুন
NPCI-এর সহযোগী প্রতিষ্ঠান BHIM সার্ভিসেস লিমিটেডের চালু করা এই ফিচারটি ইউপিআই ব্যবহারকারীদের তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এই ফিচারটি শেয়ার করার সুযোগ দেয়। এটি তাদের ইউপিআই  অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার অনুমতি দেয়। এই ফিচারের প্রাথমিক উদ্দেশ্য হল এই ব্যক্তিদের সহায়তা করা। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে ডিজিটাল পেমেন্টের সুবিধা নিতে পারছিলেন না তারা এখন পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

এই বৈশিষ্ট্যটি কীভাবে কাজ করে?
সংস্থাটি জানিয়েছে, কোনও ব্যক্তি যদি ভিম অ্যাপ ব্যবহার করেন, তাহলে তিনি তাঁর পরিচিত কোনও ব্যক্তির মোবাইল নম্বরের সঙ্গে তাকে যুক্ত করতে পারেন। এর ফলে ওই দ্বিতীয় ব্যক্তি ভিম অ্যাপ গ্রাহকের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন ইউপিআই পেমেন্টের জন্য। যে পেমেন্টই হোক না কেন, তা স্বচ্ছভাবে দেখতে পারবেন ভিন অ্যাপ ব্যবহারকারী মূল ব্যক্তি। 

এই বৈশিষ্ট্যটি প্রাথমিক ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত সকল সদস্যের জন্য মাসিক খরচ নির্ধারণ করতে দেয়। সর্বোচ্চ সীমা ১৫,০০০ নির্ধারণ করা হয়েছে। 

এর ফলে কী কী সুবিধা হতে পারে? 
এনপিসিআই জানাচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ির বয়স্ক সদস্যরা অনলাইন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দ্বিধায় থাকেন বা প্রযুক্তিগত বিষয়ে ভয় পান। তাঁরা অনায়াসে পরিবারের কোনও ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নিজের মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ছাত্রছাত্রীরা টিউশন ফি বা যেকোনও প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন বাবা-মা বা অন্যকোনও পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। পেমেন্টের ঊর্ধ্বসীমা কত হবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভিম অ্যাপ ব্যবহারকারী মূল ব্যক্তির হাতে। 

কোনও ছোটো ব্যবসায়ীও তাঁর কর্মীদের স্বাধীনতা দিতে পারেন কোনও আপাৎকালীন বা জরুরি পেমেন্টের ব্যপারে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। এনপিসিআই জানিয়েছে, অন্যকোনও ব্যক্তিকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ, দাবি করেছে কেন্দ্রীয় পেমেন্ট সংস্থাটি।