একদিকে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জবুথবু উত্তর ভারত, অন্যদিকে নিম্নচাপের জেরে অকালবৃষ্টিতে ভিজছে দক্ষিণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দেশের দুই প্রান্তের আবহাওয়া থাকবে একেবারে ভিন্ন মেরুতে।
2
8
উত্তরের পরিস্থিতি: কুয়াশার চাদর আর হাড়কাঁপানো ঠান্ডা দিল্লি থেকে বিহার- উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা এখন শৈত্যপ্রবাহের কবলে।
3
8
দিল্লি ও হরিয়ানা: রাজধানী দিল্লিতে এখন 'কোল্ড ডে' বা অতি শীতল দিন চলছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রিতে, আর রাতের পারদ ছোঁবে ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বইবে হিমেল হাওয়া। পানিপথ ও গুরুগ্রামেও একই পরিস্থিতি বজায় থাকবে।
4
8
উত্তরপ্রদেশ ও বিহার: উত্তরপ্রদেশের লখনউ, কানপুর ও আগ্রাসহ ১৫টি জেলায় হাড়কাঁপানো শীতের দাপট চলবে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসায় লখনউ ও বারাণসীতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের পাটনা ও গয়াতেও ঘন কুয়াশার জন্য 'ইয়েলো অ্যালার্ট' জারি করা হয়েছে।
5
8
ঝাড়খণ্ড: রাঁচি ও জামশেদপুরেও রাতের তাপমাত্রা অনেকটাই কমে ৭-৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
6
8
দক্ষিণের পরিস্থিতি: নিম্নচাপের জেরে বৃষ্টির দাপট। একদিকে উত্তর যখন ঠান্ডায় কাঁপছে, দক্ষিণ ভারত তখন ছাতা হাতে তৈরি হচ্ছে বৃষ্টির জন্য।
7
8
তামিলনাড়ু ও কেরালা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে চেন্নাইসহ তামিলনাড়ু ও কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
8
8
এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকায় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মৎস্যজীবীদের তামিলনাড়ু উপকূল ও মান্নার উপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।