আজকাল ওয়েবডেস্ক: এবার সরাসরি বিনিয়োগ পরিষেবায় পা রাখল অ্যামাজন পে। ডিজিটাল লেনদেনের পরিসর আরও বাড়াতে সংস্থার নতুন সংযোজন ফিক্সড ডিপোজিট (এফডি)। মাত্র ১,০০০ টাকা থেকেই এফডিতে বিনিয়োগের সুযোগ মিলবে। অ্যামাজন পে এফডি-তে সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ।

এই এফডি পরিষেবার জন্য অ্যামাজন পে মোট পাঁচটি ব্যাঙ্ক ও দু'টি এনবিএফসি-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তালিকায় রয়েছে শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক , সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক , উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, শ্রীরাম ফিনান্স, বাজাজ ফিনান্স এবং স্লাইস। গ্রাহক নিজের পছন্দ মতো যে কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে নিয়ে স্থায়ী আমানতে টাকা রাখতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধা: যে ব্যাঙ্ক বা এনবিএফসিতে অ্যামাজন পে এফডি করা হবে, সেখানে আগে থেকে অ্যাকাউন্ট থাকার কোনও বাধ্যবাধকতা নেই। পুরো প্রক্রিয়াটাই ডিজিটাল। কোথাও গিয়ে লাইনে দাঁড়ানো নয়, কাগজপত্রের ঝামেলা নয়। ঘরে বসেই অ্যামাজন পে অ্যাপ খুলে কয়েকটি ধাপ অনুসরণ করলেই বিনিয়োগ সম্পন্ন হবে।

সুদের হার: বার্ষিক সর্বোচ্চ সুদের হার ৮ শতাংশ। যদি মহিলারা শ্রীরাম ফিনান্স-এ এফডি করেন তবে বিনিয়োগকারীরা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পাবেন। 

নিরাপত্তা: সংস্থার দাবি, অংশীদার ব্যাঙ্কগুলির মাধ্যমে করা সব ফিক্সড ডিপোজিট ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন-এর আওতায় বিমা করা। অর্থাৎ প্রতি ব্যাঙ্কে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত।

কীভাবে ফিক্সড ডিপোজিট করবেন?
অ্যাকাউন্ট খুলতে হলে গ্রাহককে অ্যামাজন পে অ্যাপে ঢুকে Amazon Pay সেকশনে যেতে হবে। সেখান থেকে Fixed Deposit অপশন বেছে নিয়ে শর্তাবলি Accept করে নির্দিষ্ট ব্যাঙ্ক বা সংস্থা নির্বাচন করলেই শুরু হয়ে যাবে বিনিয়োগ।