সংবাদ সংস্থা মুম্বই: দেশজুড়ে বক্স অফিস কাঁপানোর পর এবার ওটিটিতে পা রাখতে চলেছে 'ছাবা'। ছবিতে ভিকি কৌশলের পারফরম্যান্সে ইতিমধ্যেই জনতামহলে ঝড় তুলেছে। পাশাপাশি ছবিতে এ আর রহমান-এর সুর এবং ইরশাদ কামিলের গানের কথায় মন ভরেছে দর্শকের।
ছবিতে শিল্পীদের পারফরম্যান্স, সংলাপ আর স্কেল—সব মিলিয়ে ‘ছাবা’ দেখে উচ্ছ্বসিত অধিকাংশ দর্শক। এবার সেই ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা পা রাখতে চলেছে ডিজিটাল মঞ্চে। আরও ভাল করে বললে,নেটফ্লিক্সে। নেটফ্লিক্স ঘোষণা করেছে, আগামী ১১ এপ্রিল থেকে তাদের প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু ‘ছাবা’র।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)
ইনস্টাগ্রামের পোস্ট একেবারে রাজকীয় ঢংয়ে নেটফ্লিক্সের ঘোষণা —“আলে রাজে আলে। সাহস, সম্মান আর আত্মবলিদানের অমর গাথা দেখতে প্রস্তুত হও সবাই। ‘ছাবা’, আসছে ১১ এপ্রিল থেকে শুধু মাত্র নেটফ্লিক্স-এ।” এই ঘোষণা করেছেন ভিকি কৌশল-ও। অভিনেতার কণ্ঠে গর্বের সুর, “ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করা আমার কাছে ভাষাতীত সম্মান।এই গল্প শুধু ভারত নয়, সারা বিশ্বের দেখা উচিত। এই যুদ্ধে আমার সবচেয়ে বড় সেনাপতি নেটফ্লিক্স !” অন্যদিকে, প্রযোজক দিনেশ ভিজানও বললেন:“ 'ছাবা' কোনও সিনেমা নয়, এটা এক আবেগ, এক উত্তরাধিকার। নেটফ্লিক্সের মাধ্যমে আমরা এই গল্প পৌঁছে দিতে পারব প্রতিটা প্রান্তে—যেখানে বীরত্ব এখনও অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে।”
উল্লেখ্য, ৫৯৯ কোটি টাকা আয় করে ‘ছাবা’ এখন ভারতে 'জওয়ান'-কে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। বিশ্বজুড়ে এ ছবির আয়ের পরিমাণ ৮০৪ কোটি টাকা!