সংবাদ সংস্থা মুম্বই: দেশজুড়ে বক্স অফিস কাঁপানোর পর এবার ওটিটিতে পা রাখতে চলেছে 'ছাবা'। ছবিতে ভিকি কৌশলের পারফরম্যান্সে ইতিমধ্যেই জনতামহলে ঝড় তুলেছে। পাশাপাশি ছবিতে এ আর রহমান-এর সুর এবং ইরশাদ কামিলের গানের কথায় মন ভরেছে দর্শকের।

 

ছবিতে শিল্পীদের পারফরম্যান্স, সংলাপ আর স্কেল—সব মিলিয়ে ‘ছাবা’ দেখে উচ্ছ্বসিত অধিকাংশ দর্শক। এবার সেই ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা পা রাখতে চলেছে ডিজিটাল মঞ্চে। আরও ভাল করে বললে,নেটফ্লিক্সে। নেটফ্লিক্স ঘোষণা করেছে, আগামী ১১ এপ্রিল থেকে তাদের প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু ‘ছাবা’র।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)