আজকাল ওয়েবডেস্ক: বাঙালির সেরা উৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন। চলছে জমিয়ে কেনাকাটা। সোমবার থেকে জামাকাপড়ের দামেই এবার জিএসটি স্ল্যাবে বড় বদল। ২২ সেপ্টেম্বর থেকে দেশে নয়া জিএসটি রেট লাগু হচ্ছে। এর ফলে পুজোর কেনাকাটায় কী প্রভাব পড়বে? কেনাকাটার আগে বিষয়টি পুরোটা জেনে নেওয়া যাক।
২,৫০০ টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি বাড়ছে। আগে এই দামের উপরের প্রোডাক্টে ১২ শতাংশ জিএসটি চাপানো হত। এবার থেকে তা বেড়ে ১৮ শতাংশ করা হচ্ছে। বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল।
কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকের পাশাপাশি ২,৫০০ টাকার বেশি দামের বস্ত্র সামগ্রী, সামগ্রী বা সেটের ক্ষেত্রেও একই হারে বাড়তি কর চাপছে।
তবে, ২,৫০০ টাকার মধ্যের জুতো আগের থেকে সস্তা হবে। আগে এই দামের মধ্যে জুতোর উপর ১২ শতাংশ কর বসানো হত। এখন থেকে তা কমে দাঁড়াল পাঁচ শতাংশ। তবে ২,৫০০ টাকার বেশি দামের জুতোর ক্ষেত্রে আগের মতোই ১৮ শতাংশ করই বহাল থাকবে।
আরও পড়ুন- জিএসটি কমেছে, কিন্তু পণ্যের দাম কমাচ্ছেন না দোকানদার, তখন কোথায় অভিযোগ জানাবেন? জেনে নিন
তবে নয়া জিএসটি স্ল্যাব নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল। রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আরএআই) এবং ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএমএআই)-র বক্তব্য, এই বাড়তি জিএসটিতে একটু ভাল মানের জামাকাপড় আরও বেশি করে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। বিশেষত উলের পোশাক, শীত পোষাক, শাড়ি, লেহেঙ্গা, হ্যান্ডলুম, জিন্স, হস্তশিল্পের কাজ করা জামাকাপড় অনেক ক্ষেত্রেই ২,৫০০ টাকার বেশি দামের হয়। নয়া নীতিতে সবকিছুরই দাম বাড়বে।
আরও পড়ুন- ২৫০০০ টাকা বেতনে কি একটি বাড়ি এবং গাড়ি কেনা সম্ভব? রইল বিশেষজ্ঞের পরামর্শ
