আজকাল ওয়েবডেস্ক: যারা তাদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে এবং একটি নির্দিষ্ট হারে রিটার্ন পেতে চান, তাদের জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (আরডি) স্কিম একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উঠে এসেছে। এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত, তাই ঝুঁকি ন্যূনতম এবং বিনিয়োগকারীদের জন্য রিটার্ন সুরক্ষিত।

মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করুন:
পোস্ট অফিসের আরডি-র সবচেয়ে বড় সুবিধা হল এতে বিনিয়োগ করা খুব সহজ। আপনি মাত্র ১০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। বিনিয়োগের পরিমাণের কোনও ঊর্ধ্বসীমা নেই। ফলে এই স্কিম সব আয়ের মানুষের জন্যই আকর্ষণীয়। বর্তমানে সরকার এই প্রকল্পে বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।

দৈনিক অল্প সঞ্চয় দিয়ে একটি বড় তহবিল গড়ুন:
আপনি যদি ভবিষ্যতে ১০ লক্ষ টাকার বেশি সঞ্চয় করতে চান, তবে আপনাকে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। প্রতিদিন প্রায় ২০০ টাকা সঞ্চয় করে আপনি প্রতি মাসে ৬,০০০ টাকা জমা করতে পারেন।

এই পরিমাণ টাকা যদি টানা ৫ বছর জমা করা হয়, তবে মোট বিনিয়োগ হবে ৩.৬০ লক্ষ টাকা, যা সুদ-সহ প্রায় ৪.২৮ লক্ষ টাকায় পরিণত হবে। এরপর, যদি আপনি এই অ্যাকাউন্টটি আরও ৫ বছরের জন্য আরও বাড়িয়ে দেন, তবে ১০ বছর পর আপনি প্রায় ১০.২৫ লক্ষ টাকা পেতে পারেন।

প্রয়োজনে ঋণ এবং টাকা তোলার সুবিধা:
এই পোস্ট অফিস আরডি স্কিমটি শুধু সঞ্চয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রয়োজনের সময় এটা সহায়তাও করে। নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার এক বছর পর জমা করা অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। জরুরি অবস্থার ক্ষেত্রে, ৩ বছর পর অ্যাকাউন্টটি মেয়াদপূর্তির আগেই বন্ধ করার অনুমতিও রয়েছে। যদি অ্যাকাউন্টধারীর কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তবে মনোনীত ব্যক্তি সুদ-সহ সম্পূর্ণ জমা করা অর্থ পেয়ে যান।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?
১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনও ভারতীয় নাগরিক তার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এই পরিকল্পনাটি বিশেষ করে তাদের জন্য উপযুক্ত যারা শেয়ার বাজারের অস্থিরতা এড়িয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগ করতে চান।