আজকাল ওয়েবডেস্ক: মাসে কত টাকা বিনিয়োগ করলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে পারে। এমনকি সেই টাকার পরিমান হতে পারে ৯ কোটি। বিষয়টি নিয়ে যদি একটু চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি একটি নির্দিষ্ট সময় পর হতে পারেন কোটিপতি।
মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনাকে দিতে পারে কোটিপতি হওয়ার সুযোগ। তবে এজন্য প্রতিটি মাসে আপনাকে সঠিকভাবে বিনিয়োগ করে যেতে হবে। তাহলেই মিলতে পারে সঠিক ফল।
যদি কেউ মিউচুয়াল ফান্ডে ২০ বছর বয়স থেকে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভের টাকা দেখতে পারবেন। তবে যদি কেউ ৩০ বছর বয়স থেকে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে সেখানে আপনার সময় অনেকটা কম থাকবে। টাকার পরিমান কম হবে।
যদি মাসে ১৩ হাজার টাকা করে ১০ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমান হবে ১৫.৬ লাখ টাকা। সেখানে সুদ থাকবে ১২ শতাংশ করে। ১০ বছরে ক্যাপিটাল গেন হবে ১৩.৫ লাখ টাকা। মোট টাকার পরিমান হবে ২৯.১ লাখ টাকা।
যদি মাসে ১৩ হাজার টাকা করে ২০ বছর ধরে রাখতে পারেন তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমান হবে ৩১.২ লাখ টাকা। সেখানে ১৩ শতাংশ সুদের হারে ক্যাপিটাল গেন হবে ৮৮ লাখ টাকা। হাতে আসবে ১.১৯ কোটি টাকা।
যদি মাসে ১৩ হাজার টাকা করে ৩০ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে মোট বিনিয়োগের পরিমান হবে ৪৬.৮ লাখ টাকা। সেখান থেকে আপনি পেতে পারেন ৪ কোটি টাকা।
যদি মাসে ১৩ হাজার টাকা ৩৭ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে মোট টাকা হবে ৫৭.৭২ লাখ টাকা। সেখানে আপনার মোট করপাস হবে ৯.০২ কোটি টাকা। আপনি অতিরিক্ত হিসেবে পাবেন ৮.৪৪ কোটি টাকা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
