আজকাল ওয়েবডেস্ক: আমরা অনেকেই ব্যাঙ্কের লকারে সোনার গয়না রেখেই নিশ্চিন্ত হয়ে যাই। সকলেই ভাবতে থাকি যে আর কোনও চিন্তা নেই। সব সোনা সুরক্ষিত রয়েছে। সমস্যাটা শুরু এখানেই। চুরির ভয় নয় দায়সারা মনোভাবের। কারণে এই দায়সারা মনোভাবের জন্য সাধের সোনা পেতে অনেক ঝঞ্ঝাট পোহাতে হতে পারে আপনাকে। কিছু নিয়ম সম্পর্কে জেনে নিন এখনই।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, গ্রাহক কোনও লকার ভাড়া নিলে ব্যাঙ্কের কিছু দায়িত্ব থাকবে। আগুন, ডাকাতি, চুরি বা কোনও কারণে লকারে গচ্ছিত সোনার কিছু হলে সেই ক্ষতি পূরণ করার দায়িত্ব ব্যাঙ্কের। লকারের পয়েন্ট ভ্যালুর ১০০ গুণ ক্ষতিপূরণ দেবে ব্যাঙ্ক। অর্থাৎ, যদি আপনার লকারের ভাড়া বছরে দু’হাজার টাকা হয়, তাহলে ব্যাঙ্ক আপনাকে সর্বোচ্চ দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। যা দিয়ে একটি ভাল নেকলেসও হবে না। যেসব পরিবার বহু দিন ধরে গয়না জমিয়ে রেখেছে, তাদের ক্ষেত্রে প্রকৃত মূল্য এবং ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য অনেক হতে পারে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাঙ্কের লকারে গচ্ছিত সোনার কিছু হয়ে গেলে ব্যাঙ্কের কোনও দায় নেই। অর্থাৎ, ব্যাঙ্ক কোনও ক্ষতিপূরণ দেবে না। শক্তপোক্ত লকারে রাখা থাকলেও দায় শুধু গ্রাহকেরই।
ব্যাংকগুলো আপনার লকারে রাখা জিনিসের বীমা করে না এবং লকারের ভিতরে রাখা জিনিসেক জন্য আপনাকে বিমা দেওয়ার অনুমতিও নেই। কারণটা সহজ। ব্যাঙ্ক জানে না লকারে কী আছে। লকারে কী রাখা হচ্ছে বা বার করা হচ্ছে, তার কোনও তালিকা, কোনও মূল্যায়ন বা কোনও রেকর্ড ব্যাঙ্কের কাছে থাকে না। এই কারণে, লকার চুক্তিগুলি স্পষ্ট দায় গ্রাহকের ওপর চাপিয়ে দেয়।
আপনি যদি প্রকৃত সুরক্ষা চান, তবে বিমাই একমাত্র উপায়। সাধারণ বিমা সংস্থাগুলি গয়নার জন্য এমন সুরক্ষা প্রদান করে যা চুরি, ডাকাতি, আগুন এবং এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। এই সুরক্ষা প্রযোজ্য হবে, যদি গয়না ব্যাঙ্কের লকারে রাখা থাকে। অনেক পরিবারের জন্য সবচেয়ে সহজ উপায় হল বাড়ির বিমা পলিসির সঙ্গে গয়না বা মূল্যবান জিনিসের জন্য একটি কভার যুক্ত করা। অনেক ক্ষেত্রে, বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানে সাময়িকভাবে পরার সময়েও এগুলি গয়নাকে সুরক্ষা দেয়।
একটি ব্যাঙ্ক লকারের এখনও উপযোগিতা আছে, বিশেষ করে যে সব গয়না খুব কম ব্যবহৃত হয়, সেগুলির জন্য। কিন্তু এটিকে সম্পূর্ণ সুরক্ষা হিসেবে ভুল করা উচিত নয়। কিছু লোক গোল্ড ওভারড্রাফটের মতো বিকল্প খুঁজছেন, যেখানে সোনা বন্ধক রাখা হয় এবং ব্যাঙ্ক এর নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়ী থাকে।
