আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি সন্দেহে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষকে হেনস্থার অভিযোগে গত কয়েক মাস ধরে উত্তাল দেশ এবং রাজ্যের রাজনীতি। ঠিক সেই সময় বহরমপুর শহরে রাজ্য সরকারের 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে বহরমপুরে তৃণমূল সাংসদ তথা গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান বাংলা ভাষাভাষী মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যের হেনস্থার ঘটনা নিয়ে সরব হলেন।
বৃহস্পতিবার ইউসুফ পাঠান বহরমপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে লিপিকা মেমোরিয়াল স্কুলে রাজ্য সরকারের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি-সহ অন্যান্য আধিকারিকরা।
কর্মসূচি শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন,' বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ এবং পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে যে সমস্যা হচ্ছে তা সম্পর্কে আমি অবহিত রয়েছি। ইতিমধ্যেই বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা নিয়ে আমি দেশের গৃহমন্ত্রীকে চিঠিও লিখেছি। সম্ভব হলে আমি অতি দ্রুত দেশের গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর সঙ্গে গোটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।'
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন! তালিকা থেকে বাদ যাওয়া নাম প্রকাশ করার নির্দেশ কমিশনকে
সম্প্রতি মুর্শিদাবাদ ,মালদা, কোচবিহার সহ আরও কয়েকটি জেলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে কাজ ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে বাধ্য করা হয়েছে।
 
  
 
 এছাড়াও কয়েকটি রাজ্য থেকে বাংলা ভাষাভাষী শ্রমিকদের জোর করে  বাংলাদেশে 'পুশ ব্যাক' করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের একাধিক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এসে অভিযোগ করেছেন, ভিন রাজ্যে  তাঁদের  বাংলাদেশি সন্দেহে জোর করে আটকে রেখে তাঁদের কাছে থাকা  টাকা পয়সা সব কেড়ে নেওয়া এবং মারধর করা হয়েছে। সমস্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট  কেন্দ্র এবং রাজ্যগুলোকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে। 
সেই প্রসঙ্গ উল্লেখ করে বৃহস্পতিবার ইউসুফ পাঠান বলেন, 'এখানকার লোকেদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা সকলে প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জি এই বিষয়ে যে অবস্থান নিয়েছেন তাতে আমরা সকলে তাঁর পাশে রয়েছি।'
আরও পড়ুন: ট্রেনের টিকিটে বিপুল ছাড় আজ থেকেই! কীভাবে টিকিট কাটলে মিলবে 'অফার', নিয়ম কানুন সব জানেন তো?
 
  
 
 ভারতের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন সদস্য ইউসুফ আরও বলেন,' বাংলা ভাষা এবং বাঙালির অপমান আমরা সহ্য করব না। বাংলা খুব সুন্দর ভাষা, ভালো ভাষা। এই ভাষায় কথা বলা অনেক মানুষ দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে দেশের  জন্য প্রাণ দিয়েছেন।  তাই সকলের একে সম্মান করা উচিত।'
 
  
 
 ইউসুফ পাঠানের কথায়, 'দেশের সমস্ত রাজ্যেরই নিজস্ব একটি ভাষা রয়েছে এবং সেই ভাষার  সৌন্দর্য্য রয়েছে। আমাদের সকলের নিজের রাজ্যের ভাষা শেখা ও  শেখানো উচিত। এর পাশাপাশি সেই ভাষাতে কথা বলাও উচিত।'
