আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন সমাজমাধ্যমে দলীয় প্রার্থীর বেশ কিছু 'অশালীন' ছবি রয়েছে বলে অভিযোগ। আর এই কারণেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী বদলে ফেলল রাজ্যে সদ্য আত্মপ্রকাশ করা 'জনতা উন্নয়ন পার্টি'।
সোমবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় নতুন এই দলের আত্মপ্রকাশের সময় রাজনৈতিক দলটির সর্বেসর্বা তথা ভরতপুরের 'সাসপেন্ডেড' তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রের সঙ্গে কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন।
সোমবার হুমায়ুন কবীর ঘোষণা করেন, তিনি নিজে মুর্শিদাবাদ জেলার রেজিনগর এবং বেলডাঙা কেন্দ্রে 'জনতা উন্নয়ন পার্টি'র প্রতীকে লড়াই করবেন। এর পাশাপাশি কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দলের প্রতীকে নিশা চট্টোপাধ্যায় নামে এক 'সমাজসেবী' মহিলার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন।
সোমবার এই ঘোষণার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই গোটা ঘটনার তাল কাটতে থাকে। সমাজমাধ্যমে নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। সূত্রের খবর, সেই সমস্ত ছবি হুমায়ুনের নতুন রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষ নেতার 'অশালীন' মনে হয়েছে। আর এর পরই রাতারাতি হুমায়ুন নিজের মনোভাব বদলে ফেলেন। নিশা চট্টোপাধ্যায়কে তাঁর দলের প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়া হয়। হুমায়ুন জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে তাঁর দলের প্রতীকে বালিগঞ্জ কেন্দ্রে লড়বেন কোনও মুসলিম প্রার্থী। তবে, হুমায়ূনের এই মন্তব্যের সমালোচনা করেন নিশা।
প্রসঙ্গত, হুমায়ুন সোমবারের সভা থেকে মোট ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তবে বালিগঞ্জ কেন্দ্রে নিশার পরিবর্তে কে লড়বেন সেই সিদ্ধান্ত জানানোর জন্য আরও কিছুদিন সময় তিনি চেয়ে নিয়েছেন।
গোটা ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন," উনি একজন সেলিব্রিটি বলেই জানতাম। আমার দলের প্রার্থী হিসেবে ওঁর নাম ঘোষণার কিছুক্ষণ পর বিভিন্ন ছবি আমি দেখতে পেয়েছি। সাধারণ মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায় সেই কারণেই তাঁকে প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
