আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নতুন রূপে সেজে উঠছে রাজ্য কংগ্রেস। পরিবর্তন আনা হল দলের প্রচার কমিটিতেও। সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয়ের জন্য প্রদেশ কংগ্রেসের নতুন কমিটি তৈরি হল। সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রচার সংক্রান্ত কমিটির চেয়ারপার্সন হলেন দলের নেত্রী মিতা চক্রবর্তী। কো-চেয়ারপার্সন হলেন তরুণ প্রজন্মের নেতা রোহন মিত্র। আহ্বায়ক কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী এবং মুখ্য সম্বনয়কারী কংগ্রেস নেতা চন্দন ঘোষ।
গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে দলের প্রার্থী হয়েছিলেন মিতা। প্রচারে নেমে যথেষ্টই নজর কেড়েছিলেন তিনি। তাঁর প্রচারে যথেষ্টই ভিড় দেখা গিয়েছিল। নির্বাচনে শেষপর্যন্ত কংগ্রেস ওই কেন্দ্রে হেরে গেলেও প্রতিশ্রুতিবান কংগ্রেস নেত্রী হিসেবে তাঁর প্রচার তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্টই সাড়া ফেলেছিল। প্রচারে যথেষ্টই সাবলীলতার পরিচয় দিয়েছিলেন তিনি। রাজ্য কংগ্রেসের এক শীর্ষস্থানীয় নেতার কথায়, উচ্চশিক্ষিতা এবং শিল্পপতি হয়েও সাধারণের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে মিতার। কথাবার্তায় যথেষ্টই চৌকস।
দলের এই পরিবর্তনের পিছনে ওই নেতার যুক্তি, রাজনীতি একটি বহমান প্রক্রিয়া। সেখানে একজন যখন সুযোগ পান তখন দ্বিতীয়জনের কথাও ভেবে রাখা দরকার। কারণ, 'বাই রোটেশন' সুযোগটা সকলেরই পাওয়া উচিত। মিতা চক্রবর্তী কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন এবং পরিস্থিতি 'হ্যান্ডেল' করার মতো যোগ্যতাও আছে। স্বাভাবিকভাবেই দল তাঁকে এই নতুন দায়িত্ব দিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছে।
