আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ারের ভূমিকা। ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ। 

 

জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তের লাগোয়া ওই এলাকার এক তরুণী ও তাঁর বাবা পাশের দেশে তাঁদের এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে সেদেশে যাওয়ার চেষ্টা করেছিল। দ্রুত পৌঁছতে তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি চোখে পড়ে এলাকায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের। তারা দু'জনকে বাধা দেয়। 

 

অভিযোগ, এরপর বিষয়টি স্থানীয় থানায় না জানিয়ে তরুণী ও তাঁর বাবার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় তরুণীর সঙ্গে থাকা ৯৬ হাজার টাকা ও তাঁর গলার এবং কানের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। 

 

এরপর ওই যুবতীকে ভয় দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে ওই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কোনওরকমে তাদের হাত ছাড়িয়ে তরুণী পালিয়ে যায়। ওই রাতেই তরুণী ও তাঁর বাবা স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দু'জনকেই দ্রুত গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। বুধবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত দু'জনকে জেল হেফাজতের নির্দেশ দেয়।