আজকাল ওয়েবডেস্ক: রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকালে আট ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকাকালীন কোন পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। নির্দেশিকায় জানানো হয়েছে, স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপন সহ বিভিন্ন কাজের জন্য আগামী ১৮ জানুয়ারি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এই কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এই নির্দেশ জারি করেছেন বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
যান চলাচলের বিকল্প ব্যবস্থাও জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।
পশ্চিমমুখী যানবাহন (জেরুট আইল্যান্ড দিক থেকে এ.জে.সি. বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী):
টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কে.পি. রোড নেওয়া যাবে।
পশ্চিমমুখী যানবাহন (জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে.পি. রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী):
১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দিয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
পূর্বমুখী যানবাহন (খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী): হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
কে.পি. রোড থেকে ওয়াই-পয়েন্ট ব়্যাম্প হয়ে বিদ্যাসাগর সেতুগামী যানবাহন: ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দিয়ে কে.পি. রোড – রেড রোড হয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে।
প্রয়োজনে যান চলাচল পরিস্থিতি অনুযায়ী অন্যান্য প্রধান সড়ক দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
