আজকাল ওয়েবডেস্ক : বন্যা পরিদর্শনে গিয়ে মহাবিপদে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেঁচে গেলেন তিনি। তবে নদীর জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায়। কোনওক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে ওঠেন তিনি। ঘটনাটি ঘটে মালদার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলের কাছে। এই ঘটনায় তৃণমূল সাংসদ মৌসম নূরের কোনও ক্ষতি হয় নি। এরপর তিনি মহানন্দাটোলা এলাকা পরিদর্শন করে ত্রাণ বিল করেন।
গত এক মাসেরও বেশি সময় ধরে মালদার চাচোল মহকুমার রতুয়া ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা গঙ্গা এবং ফুলহার নদীতে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বানভাসীদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ভূতনি এবং রতুয়া এলাকায় রাতদিন এক করেই জেলাশাসক নীতিন সিংহানিয়া বন্যা পরিস্থিতি তদারকি চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে তৃণমূল সাংসদ মৌসুম নূর বলেন, যন্ত্রচালিত নৌকা করে যাওয়ার সময় নদীতে এই মাঝপথে নৌকা একটু বেসামাল হতেই দলের একজন নেতা জলে পড়ে গিয়েছিলেন। যদিও তার তেমন চোট লাগে নি। তাঁকে উদ্ধার করেন মাঝিরা। অল্পের জন্য আমিও বেঁচে গিয়েছি।
