মনিরুল হক, কোচবিহার:  সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পর মঙ্গলবার জেলার রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই সভা থেকে তিনি তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। জনসমাগমে ঠাসা মঞ্চ থেকে এসআইআর প্রকল্প, ১০০ দিনের কাজ, কেন্দ্র–রাজ্য সম্পর্ক থেকে শুরু করে বিহারের ভোট-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তুলধোনা করলেন তিনি। পাশাপাশি ঘোষণা করলেন, কেন্দ্র টাকা না দিলেও ১০০ দিনের কাজের বকেয়া রাজ্য সরকারই দেবে।

মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী প্রথমেই আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারকে। তাঁর কথায়, 'আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। মানুষের ভালবাসা নিয়ে ভোটে জিতে আসি। বিহারে টাকা বিলিয়ে ভোট কিনেছে বিজেপি। চা বাগান খোলা, প্রকল্প দেওয়ার নামে ভোটের আগেই নাটক করে কেন্দ্র।' 

এরপরই তিনি চলে আসেন ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের অর্থ আটকে রাখার ইস্যুতে। মুখ্যমন্ত্রী বলেন, '১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কাজ করি আমরা, ভোট নেয় ওরা। আমরা বহু বন্ধ চা বাগান খুলেছি। অথচ দিল্লিতে আমাদের প্রতিনিধিদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে।'

তিনি আরও অভিযোগ করেন, 'রিভিউ করার নামে কেন্দ্র রাজ্যে ১৮৬টি টিম পাঠিয়েছে। আসল উদ্দেশ্য তদন্ত নয়, বরং রাজনৈতিক চাপ সৃষ্টি। ভোটের আগে হয়তো আবার ১০০ দিনের টাকার নাম করবে। কিন্তু দু’মাসে কোনও প্রকল্প বাস্তবায়ন করা যায় না। তারপর বলবে কাজ হয়নি। বাংলার মাথা কখনও নত হয়নি, হবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে।'

এরপরই মুখ্যমন্ত্রী জনসভামঞ্চে মুখ্যমন্ত্রী  বলেন, 'আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের কাছ থেকে ভিক্ষে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। ১০০ দিনের কাজের টাকা আমরা নিজেরাই দেব'

ঠিক এই কথার পরই তিনি দিল্লি থেকে পাঠানো একটি কাগজ জনতার সামনে তুলে ধরে বলেন, 'এই চিঠির কোনও মূল্য নেই। বাংলাকে অপমান করে পাঠানো হয়েছে। তাই ছিঁড়ে দিলাম।'

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে কোচবিহারের এই জনসভা থেকে কেন্দ্র–রাজ্য সংঘাত আবারও তুঙ্গে ওঠার ইঙ্গিত মিলল। বিশেষত ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তৃণমূলের নির্বাচনী প্রচারকে নতুন মাত্রা দিতে পারে।