আজকাল ওয়েবডেস্ক: নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের খুনের পর রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের সঙ্গে জরুরি বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম। বৈঠকে হাসপাতাল ও পড়ুয়াদের হস্টেলগুলির নিরাপত্তা নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি নির্দেশ দেওয়া হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার জন্য প্রয়োজনীয় দিকগুলো খতিয়ে দেখতে।
বিধাননগরে স্বাস্থ্য ভবনে শনিবার এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ছাড়াও ছিলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ডা. কৌস্তুভ নায়েক। ছিলেন কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ, এনআরএস ও কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা। আরজি কর-সহ অন্যান্য সরকারি হাসপাতালের কর্তৃপক্ষরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।
বৈঠকে উপস্থিত এক আধিকারিক বলেন, 'এদিনের বৈঠকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেই হাসপাতালের দায়িত্বে আছেন তিনি সেই হাসপাতালের গোটা নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখে কোথায় কী ঘাটতি আছে সেই তালিকা তৈরি করবেন। এর মধ্যে যেমন আছে নিরাপত্তা কর্মীর দিকটি তেমনি রয়েছে সিসিটিভি-সহ নিরাপত্তার খাতিরে অন্যান্য দিকগুলিও।'
ওই আধিকারিক জানান, দ্রুত এই তালিকা তৈরি করে সেটা কর্তৃপক্ষকে জানাতে। যাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যা যা দরকার সেগুলো দ্রুত ব্যবস্থা করা যায়।
শুক্রবার রাজ্যের অন্যতম সেরা সরকারি মেডিক্যাল কলেজ আরজি কর-এ একজন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় নামে এক যুবককে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার।
বিধাননগরে স্বাস্থ্য ভবনে শনিবার এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ছাড়াও ছিলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ডা. কৌস্তুভ নায়েক। ছিলেন কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ, এনআরএস ও কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা। আরজি কর-সহ অন্যান্য সরকারি হাসপাতালের কর্তৃপক্ষরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।
বৈঠকে উপস্থিত এক আধিকারিক বলেন, 'এদিনের বৈঠকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেই হাসপাতালের দায়িত্বে আছেন তিনি সেই হাসপাতালের গোটা নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখে কোথায় কী ঘাটতি আছে সেই তালিকা তৈরি করবেন। এর মধ্যে যেমন আছে নিরাপত্তা কর্মীর দিকটি তেমনি রয়েছে সিসিটিভি-সহ নিরাপত্তার খাতিরে অন্যান্য দিকগুলিও।'
ওই আধিকারিক জানান, দ্রুত এই তালিকা তৈরি করে সেটা কর্তৃপক্ষকে জানাতে। যাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যা যা দরকার সেগুলো দ্রুত ব্যবস্থা করা যায়।
শুক্রবার রাজ্যের অন্যতম সেরা সরকারি মেডিক্যাল কলেজ আরজি কর-এ একজন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় নামে এক যুবককে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার।
