আজকাল ওয়েবডেস্ক: বাংলার সেরা পুজোকে বাঙালিয়ানা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেরা পুজো কমিটিকে দশমীর দিন ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে রাজভবন। এই পুরস্কারের কথা বৃহস্পতিবার রাজভবনের তরফে ঘোষণা করা হয়েছে। তবে সেরা পুজো বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষকেই। রাজভবনের তরফে একটি মেল আইডি শেয়ার করা হয়েছে। তার মাধ্যমেই প্রতিযোগিতায় অংশ নিতে হবে পুজো কমিটিগুলিকে। দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মানিত করার কথা আগেই জানানো হয়েছে রাজভবনের তরফে। এমনকি ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু দুর্গাপুজোয় ঘুরে এসেছেন বোস।
