আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে পুলিশ। কার্যকালের মেয়াদ ফুরোলেও সরকারি বাসভবন এখনও ছাড়েননি তিনি। সোমবার সকালে তাঁর সেই বাড়িতে হাজির হন শান্তিনিকেতন থানার ওসি-সহ ৪ জন তদন্তকারী অফিসার।
বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠিতে অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে, এই দাবিতে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে। এছাড়াও বিতর্কিত ফলক না সরানো নিয়েও তাঁর বিরুদ্ধে চারটি মামলা রুজু করা হয়।
সূত্রের খবর, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে দায়ের করা ৫টি অভিযোগের তদন্ত করতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ পর্বটি লিখিত আকারেও নেওয়া হচ্ছে।
বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠিতে অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছে, এই দাবিতে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে। এছাড়াও বিতর্কিত ফলক না সরানো নিয়েও তাঁর বিরুদ্ধে চারটি মামলা রুজু করা হয়।
সূত্রের খবর, প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে দায়ের করা ৫টি অভিযোগের তদন্ত করতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ পর্বটি লিখিত আকারেও নেওয়া হচ্ছে।
