আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার নিয়ে বিজ্ঞপ্তি জারি। নতুন নিয়ম। চতুর্থ সেমিস্টার অর্থাৎ সর্বশেষ পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবে, সেখানে পরীক্ষক বা ইনিভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয়, পাশাপাশি উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনও লুজ শিট দেওয়া হবেনা বলেও সিদ্ধান্ত নিয়েছে সংসদ৷ অর্থাৎ পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবে, সেই পাতার একেবারে নিচে ইনিভিজিলেটর সই করবেন। প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, " এ বছর নতুন নিয়ম চালু হচ্ছে৷ যাকে বলা হয় 'এন্ড অফ লাইন'। ইনভিজিলেটর- এর সই যেখানে আছে, এর অর্থ এরপর আর কোনও লেখা নেই৷ আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ। " 

এ প্রসঙ্গে সংসদের এক আধিকারিক জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে ২ অথবা ৩ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে৷ সেখানে খুব সামান্য প্রশ্ন ৪ অথবা ৫ নম্বরের থাকবে৷ প্রতিটি প্রশ্নের জন্য পর্যাপ্ত পাতা থাকবে সংসদের দেওয়া খাতায়৷ যাঁরা উচ্চমাধ্যমিকের প্রশ্ন করছেন, তাঁদের কাছেও এমন নির্দেশই দেওয়া আছে৷ সুতরাং উত্তর লিখতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা হওয়ার কথা নয়। 

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ব্যাখ্যা দিয়েছে, পরীক্ষায় মনের মত ফল না হলে পরীক্ষার্থীরা যখন খাতা চ্যালেঞ্জ করে, আরটিআই করে, তখন তা নিয়ে অনেক সময় সমস্যার মুখে পড়তে হয় তাদের। অনেক পড়ুয়া এমন দাবি করে যে আরও বেশি উত্তর লিখেছিল সে পরীক্ষায়। ফলস্বরূপ, খাতা থেকে কোনও পাতা হারিয়ে গিয়েছে কিনা তা নিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় সংসদকে৷ এই ধরণের নানারকম জটিলতা এড়াতে এই নতুন পদক্ষেপ। শুধু তাই নয়, এর পাশাপাশি পরীক্ষকের সঙ্গে খারাপ আচরণ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্টও বাতিল করা হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

সভাপতি চিরঞ্জীব বলেন, " অনেক সময় টুকলি না মোবাইল- সহ ধরা পড়লে পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যহার করে পরীক্ষার্থীরা। এই ধরণের কার্যকলাপ নিয়ন্ত্রণেই আমরা এই কঠোর পদক্ষেপ করছি৷ ছ'টি বিষয়ের মধ্যে যে কোনও পরীক্ষায় এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা সে বছরের জন্য বাতিল হয়ে যাবে। " কোনও পড়ুয়া একা বা একসঙ্গে মিলে পরীক্ষার কেন্দ্রে ভাঙচুর বা এমন কোনও ঘটনা ঘটালি সরাসরি স্কুলকে জরিমানা করা হবে৷ জরিমানার সঙ্গে এনরোলমেন্ট বাতিল করা হতে পারে।