আজকাল ওয়েবডেস্ক: রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। সম্পর্ক যেন থাকে সম্পর্কের জায়গায়। নেতাদের মুখ থেকে গরম গরম কথা যতই পরিবেশন করা হোক না কেন তা যেন কোনও ভাবেই মানুষের প্রতি মানুষের ঘৃণা না তৈরি করে। এই উদ্দেশ্যে সম্প্রতি একটি রাজনৈতিক দলের সভার পর এলাকার মানুষজন এগিয়ে এসে গঙ্গাজল দিয়ে বিভিন্ন জায়গা ধুইয়ে দেন। নদিয়ার চাকদহে গোদাচাঁদতলা চড়ক মেলার মাঠ এলাকায় এই কাজের উদ্যোক্তা ছিলেন আইনজীবী ও সমাজকর্মী মুকুল বিশ্বাস।
এই বিষয়ে মুকুল জানিয়েছেন, “যে প্রাথমিক স্কুলের পাশে এই সভা অনুষ্ঠিত হয়েছে সেই স্কুলের আমি প্রাক্তন ছাত্র। ছোটবেলা থেকেই এখানে আছি। রাজ্যে এখানে ওখানে এত সমস্যা হয়েছে। কিন্তু কোনও দিন তার বিন্দুমাত্র আঁচ আমাদের এলাকার উপর আসেনি। আশা করব ভবিষ্যতেও আসবে না। রাজনৈতিক নেতারা তাঁদের স্বার্থে বাজার গরম করা কথা বলে দু’পক্ষের মধ্যে গোলমাল বাঁধিয়ে দেন। সেই আঁচে পুড়তে হয় সাধারণ মানুষকে। ওই নেতা তাঁর বক্তব্য শেষ করে স্থানীয় একটি মন্দিরে পুজো দিয়েছিলেন। আমরা সাম্প্রদায়িক এই বিষ ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা মন্দির গঙ্গাজল দিয়ে ধুইয়ে পরিষ্কার করেছি।”
প্রাথমিকভাবে এই সভা দুপুরে হওয়ার কথা থাকলেও স্থানীয়দের আপত্তিতে এই সভার সময় পিছিয়ে দেওয়া হয়। মুকুল জানান, “স্কুল চলাকালীন মাইক বাজিয়ে এই সভা হওয়ার কথা ছিল দুপুর ১টায়। আমরা গিয়ে প্রশাসনের কাছে অনুরোধ জানাই স্কুলের লেখাপড়া ব্যহত না করে সভার সময় যেন পিছিয়ে দেওয়া হয়। সেটাই হয়েছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ এই সভা শেষ পর্যন্ত শুরু হয়।”
