আজকাল ওয়েবডেস্ক: মাওবাদীদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার অভিযোগে এনআইএ হানা দিল আসানসোলের ডিসেরগড়ে। ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে সরাসরি যোগের তল্লাশিতে এনআইএর সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফও রয়েছে এই অভিযানে। অভিযোগ, অধিকার নামক এক সংগঠনের ব্যানারে কলিয়ারি ঠিকা শ্রমিকদের অধিকারের দাবিতে একটি সংগঠন চালান ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেন সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী।
যদিও বা প্রায় বছর পাঁচেক হলেও শিপ্রা চক্রবর্তী এখন আর আসানসোলে সুদীপ্তাদের সঙ্গে থাকেন না। তিনি বিয়ে করে উত্তর ২৪ পরগনায় চলে গিয়েছেন। পাঁচ বছর আগে পর্যন্ত তাঁরা আসানসোলের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। বর্তমানে সুদীপ্তা পাল একাই আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড়ে থাকেন। এছাড়াও মানবাধিকার সংগঠনের ব্যানার নিয়েও বহু আন্দোলন করেন সুদীপ্তা।
আসানসোলে তাঁদের সংগঠন আছে। পাশাপাশি একযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তীর বাড়িতেও হানা এনআইএ আধিকারিকদের। এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন এনআইএর আধিকারিকেরা। গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শিপ্রা চক্রবর্তী ও তাঁর স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তাঁরা পানিহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকেন। বাড়ির ভেতর এনআইএর আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
