আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে তৃণমূল নেতার খুনের ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। অশান্তির সৃষ্টি হয়েছে জয়নগর এলাকাতেও। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। আর এর পরেই কড়া পদক্ষেপ নিল রাজ্য। বদল করা হল জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর থানার গোয়েন্দা বিভাগের আধিকারিক পার্থসারথি পালকে।

ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চালিয়েছিলেন পার্থসারথিই। বারুইপুর থানায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তদের। উল্লেখ্য, জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিনকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।অভিযুক্ত এলাকার সিপিএম নেতা আনিসুর রহমান লস্কর-সহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয় তাকে।