আজকাল ওয়েবডেস্ক: উত্তপ্ত সন্দেশখালি। বৃহস্পতিবার ডিজি রাজীব কুমার সন্দেশখালি থেকে ফিরতেই বেপাত্তা শেখ শাহজাহানের ভাই সেখ সিরাজুদ্দিনের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার শাহজাহান শেখের অনুগামী বলে পরিচিত তৈয়েব খানের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দিল গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, তৈয়েব এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেড়ি করেছিলেন। কাউকে কোনও টাকাপয়সা দেননি। এই পরিস্থিতিতে শুক্রবার সন্দেশখালি পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন কমিশনের সদস্যরা।
প্রসঙ্গত, এখনও শাহজাহান বেপাত্তা। সন্দেশখালির মহিলারা নির্যাতন ও যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন শাহজাহানের দলবলের বিরুদ্ধে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। চার সপ্তাহের মধ্যে রাজ্যের ডিজি রাজীব কুমার এবং মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার জবাব তলব করা হয়েছে।
প্রসঙ্গত, এখনও শাহজাহান বেপাত্তা। সন্দেশখালির মহিলারা নির্যাতন ও যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন শাহজাহানের দলবলের বিরুদ্ধে। এই ঘটনার রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। চার সপ্তাহের মধ্যে রাজ্যের ডিজি রাজীব কুমার এবং মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার জবাব তলব করা হয়েছে।
