আজকাল ওয়েবডেস্ক: পুলিশের গাড়ি ও বন্দুক ছিনতাই! সোমবার ঘটনাটি ঘটেছে আসানসোল পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা এলাকায়। তল্লাশি চালিয়ে শেষপর্যন্ত আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় এলাকায় জিটি রোড থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটি। ছিনতাই হওয়া বন্দুক ও কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। তবে অপরাধীদের কাউকেই এখনও পর্যন্ত ধরা যায়নি। কর্তব্যে গাফিলতির জন্য একজন এএসআই ও দুই কনস্টেবলকে লাইনে ক্লোজ করে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা। ক্লোজ করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকেও। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

 

জানা গিয়েছে, এদিন কাঁকসার টোলপ্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে গাড়িটি ছিনতাই করা হয়েছিল। এরপরেই নড়েচড়ে বসে আসানসোল পুলিশ। সিসিটিভিতে দেখা যায় গাড়িটি আসানসোলের দিকেই যাচ্ছে। সেইসময় রাস্তার ওপর টহলরত সমস্ত পুলিশকর্মী ও কমিশনারেটের প্রতিটি থানাকে সতর্ক করা হয়। নির্দেশ দেওয়া হয় প্রতিটি গাড়ি চেকিং করতে। 

 

সেইমতো বিভিন্ন পয়েন্টে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। দেখা যায় হটন রোড মোড় সংলগ্ন জিটি রোডের ওপর ট্রাফিক সিগন্যালের কাছে ছিনতাই হওয়া গাড়িটি দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে পুলিশ দেখে গাড়িতে কেউ নেই। এরপর গাড়িতে তল্লাশি করে উদ্ধার হয় খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র। গাড়িটি তুলে দেওয়া হয় কাঁকসা থানার হাতে। পুলিশের অনুমান, ধরা পড়ে যাওয়ার ভয়েই গাড়ি ও আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা।

 

ঘটনাটি যথেষ্টই ভাবিয়ে তুলেছে পুলিশকে। কেন এবং কী কারণে গাড়ি ও বন্দুক ছিনতাই হল তার উত্তর খুঁজতে নেমেছে তারা। রাস্তার বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চেষ্টা করা হচ্ছে অপরাধীদের চিহ্নিত করতে।