আজকাল ওয়েবডেস্ক: প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার হুগলির পুরশুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী। দুপুরে পুরশুড়ার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। কেন্দ্রের অসহযোগিতা, পদাসীনতার পাশাপাশি এই অবস্থার জন্য ডিভিসির দিকেও আঙুল তুলেছেন তিনি। ফের একবার তিনি ‘ম্যান মেড বন্যা’র কথা বলেন।
প্রসঙ্গত, দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা। পুরশুড়ার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন। বেশ কিছু বাড়ি জলমগ্ন। গ্রামবাসীদের সঙ্গে এদিন কথাও বলেন মুখ্যমন্ত্রী। হুগলির তারকেশ্বরের একাধিক গ্রামও জলের তলায়। কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে বহু বসতবাড়ি। দুর্গতদের উদ্ধার করে ত্রাণশিবিরে আনার ব্যবস্থা করা হয়েছে।
ডিভিসি–র ছাড়া জলে বুধবার থেকে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা–২ ব্লক বন্যার কবলে পড়েছে। দু’টি ব্লকেরই বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তলিয়ে গিয়েছে দামোদরের জলে। সেখানেও যাওয়ার কথা মমতার। বুধবারই মমতা যাবেন পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। মেদিনীপুর শহরে রাতে থাকবেন। বৃহস্পতিবার ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মমতার।
