আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে এসআইআর চলছে। প্রথম পর্বের কাজ শেষ হবে আজ। এসআইআর শেষ হলেই, বিহারের ছকেও বাংলাতেও যে ভোটের দামামা বেজে যাবে, সে জল্পনা ছিলই। জল্পনায় শিলমোহর দিলেন যেন, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়ে দিলেন, ভোট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতেই।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বাংলায়। অর্থাৎ ঠিক তার পরেই ঘোষণা হয়ে যাবে ২৬-এর বিধানসভা ভোটের নির্ঘন্ট। এদিন মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের সভায় বলেন, 'এটা ডিসেম্বর মাস। এসআইআর শুরু করেছে। মাঝে একটাই মাস, জানুয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হবে।' সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহতেই ঘোষণা হয়ে যেতে পারে দিনক্ষণ।

 

ভোটের দামামা রাজ্যে আনুষ্ঠানিকভাবে এখনও না বাজলেও, রাজনৈতিক দলগুলি যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে, তা সভা-সমিতি, বার্তা দেখেই বোঝা যাচ্ছে। রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা যদিও ইতিমধ্যেই দাবি করেছেন, হ্যাট্রিকের পর, এবার চতুর্থ দফায় ফের মসনদে বসবেন মমতাই। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যে গান বেঁধেছেন, যতই এসআইআর করা হোক, এ বাংলা ফের মমতার। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা বাম-বিজেপির গলাতেও। 

 

এদিন কৃষ্ণনগরের সভা থেকে, একশ দিনের কাজের বঞ্চনার অভিযোগ নিয়ে ফের সুর চড়ান মমতা। সেখানেই নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার নদীয়ায় কৃষ্ণনগরের সভা থেকে তিনি জানিয়ে দিলেন কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকার তার নিজের তহবিল থেকেই 'আবাস যোজনা'র ঘর তৈরি করে দেবে। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা না দিলেও রাজ্য সরকারের তহবিল থেকেই মানুষের জন্য ঘর তৈরি করা হবে।" উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার কোচবিহারের সভা থেকে মমতা জানিয়েছিলেন কেন্দ্র না দিলেও ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারই দেবে।