আজকাল ওয়েবডেস্ক: কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার খবর পেয়েই সোমবার ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার ঘটনাস্থল ঘুরে দেখার পর, মঙ্গলবার কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। লোকসভা ভোটে সেখানে জয় হয়েছে ঘাসফুল শিবিরের। জিতেছেন জগদীশ বর্মা বসুনিয়া। মঙ্গলবার মা-মাটি-মানুষের নামে মদনমোহন মন্দিরে পুজো দেন দলনেত্রী। মঙ্গলবার বেলা গড়াতেই সার্কিট হাউস থেকে মন্দিরের উদ্দেশে রওনা দেন, ১২টার কিছু পরে পৌঁছে যান মন্দিরে। একদিকে বিপুল জয় এবং তারপরেই দলনেত্রীর আগমন, সব মিলিয়ে উচ্ছ্বাস এলাকায়। সূত্রের খবর, দলীয় কর্মীদের সঙ্গে এদিন বৈঠকে বসতে পারেন তিনি।

অন্যদিকে জানা গিয়েছে, মন্দিরে পুজো দেওয়ার পর, এদিন মমতা ব্যানার্জি সাক্ষাৎ করতে পারেন বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের সঙ্গে। সূত্রের খবর, মমতা ব্যানার্জির তাঁর বাড়িতে যাওয়ার কথা তিনি জেনেছেন ইতিমধ্যেই। শুরু হয়েছে প্রস্তুতিও।