আজকাল ওয়েবডেস্ক: হুগলিতে সভা করতে এসে চরম উস্কানি মিঠুনের মুখে। অন্যান্য দলের কাছে কাতর আবেদন। বুধবার বিজেপির মানকুন্ডু পরিবর্তন সংকল্প সভা থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তী বললেন, "কমিউনিস্ট পার্টির মধ্যেও যদি কেউ হিন্দু থাকেন। যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারা আসুন। কংগ্রেসকে বলছি আপনারা আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোর কোনও বিভেদ থাকে, সেই হিন্দুদের বলছি, তারাও আসুন। আমরা একসঙ্গে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তারাই।" 

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজে নিজে কৌশল ঠিক করে ভোটের প্রচারে নেমে পড়েছে। বুধবার মানকুন্ডু সার্কাস মাঠে ভারতীয় জনতা পার্টির ডাকে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে  বাংলাদেশে প্রসঙ্গ তুলে উস্কানিমূলক মন্তব্য করেন মিঠুন। বলেন, "মনটা ভাল নেই। কারণ আমি কি এখনও পশ্চিমবাংলায় আছি নাকি বাংলাদেশে আছি। এখানে মুসলিমদের এই সরকার ছুট দিয়ে রেখেছেন''। 

মিঠুন আরও বলেন, "এটা আমাদের বাংলা। আমাদের পশ্চিমবাংলা। হিন্দুদের বাংলা। আমাদের নেতাদেরও বলবো যদি কারো সঙ্গে কারোর মনোমালিন্য থাকে নির্বাচন পর্যন্ত সেটা সবাই মিটিয়ে নিন। আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারা আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারুর বিভেদ থাকে সেই হিন্দুদের তারাও আসুন। এদিন তিনি শেষ করলেন তার সেই চেনা সংলাপ দিয়ে, ''রাধবো  খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত-গোখর''।