আজকাল ওয়েবডেস্ক: স্কুলেই পালন হবে জন্মদিন। পড়ুয়াদের দেওয়া হবে বই। যা তারা জমা দেবে তাদের পাঠাগার বা লাইব্রেরিতে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ। পাঠাগার উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ২ নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন।
ইতিমধ্যেই পাঠাগারটির প্রয়োজনে আনা হয়েছে বেশ কিছু বই। কিন্তু বড় করে তুলতে লাগবে আরও অনেক বই। স্কুলের প্রধান শিক্ষক তথাগত হালদার জানিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে পড়ুয়াদের জন্মদিন স্কুলেই পালন করা হবে। যার জন্মদিন তাকে স্কুলের তরফে দেওয়া হবে একটি বই। সেই বই পাঠাগারে রাখা হবে। নিয়মিতভাবে যদি জন্মদিন পালন করা হয়, তাহলে অবশ্যই পাঠাগারটি আরও সমৃদ্ধ হবে।
আর শুধু পড়ুয়াদের জন্যই এই পাঠাগারের দরজা খোলা থাকবে না। এখানে পড়াশোনা করতে পারবেন তাদের অভিভাবকরাও। আগামিদিনে পাঠাগারের উন্নতিতে তাঁদের সাহায্যও আশা করছেন স্কুল কর্তৃপক্ষ।
উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বর্তমান এই ইন্টারনেটের যুগে মানুষকে ফের বইমুখী করে তোলার এই প্রবণতা সকলের কাছেই প্রশংসা কুড়িয়েছে।
