আজকাল ওয়েবডেস্ক: সতীপীঠ কঙ্কালীতলায় এবছরও পুজো করা হল ৫১ জন কুমারীকে। কোজাগরী লক্ষ্মীপুজোর আগেরদিন বীরভূমের এই পীঠস্থানে ৪৯ বছর ধরে পালিত হচ্ছে এই প্রথা। বিখ্যাত এই পুজো দেখতে এবারও ভিড় করেছিলেন বীরভূম-সহ আশেপাশের জেলার মানুষজন। কলকাতা থেকেও ভিড় জমিয়েছিলেন অনেকেই।
পুজোর ইতিহাস খোঁজ করলে দেখা যাবে আজ থেকে ৪৯ বছর আগে কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের বুদ্ধদেব চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে পঞ্চবটীর নিচে ৫১ জন কুমারীকে পুজো করার সিদ্ধান্ত নেন। মূল ভাবনা, সতীর দেহের ৫১টি খণ্ডকে সংকল্প করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। সতীর দেহ যেহেতু ৫১টি খণ্ডে ভাগ হয়েছিল তাই ৫১ জন কুমারীর পুজো করা হয়। এই পুজোকে ঘিরে বসে মেলা।
সেই থেকেই চালু এই পুজোয় প্রতি বছর আশেপাশের গ্রাম থেকে ৫ থেকে ৯ বছর বয়সী কুমারীদের নির্বাচন করা হয়। এরপর পুজোর দিন সকলকে পরানো হয় লাল পাড়ের শাড়ি। পুজোর রীতি মেনে সকল কুমারীকে নিবেদন করা হয় ভোগ। পুজো শেষে যা বিতরণ করা হয় উপস্থিত ভক্তদের। মন্দির কমিটি জানিয়েছে, এই বছর পাঁচ হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়েছে।
