আজকাল ওয়েবডেস্ক:‌ রেলের মুখ্য নিরাপত্তা কমিশনার জনক কুমার গর্গের নেতৃত্বে রাঙাপানির কাছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ‌‌ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই রেল কর্মীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। মালগাড়ির গতি খুব বেশি ছিল। লোকো পাইলটকে গতি কমানোর নির্দেশও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কেন এত বেশি গতিতে মালগাড়িটি চলছিল তা খতিয়ে দেখা হবে। তদন্ত রিপোর্ট তৈরির পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। 
প্রসঙ্গত, সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকা কাঞ্চনজঙ্গাকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনায় মারা যান দশ জন।