আজকাল ওয়েবডেস্ক: এবার মত্ত অবস্থায় নার্সিং হস্টেলে ঢুকে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ। আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে দেন নার্সরা। শেষপর্যন্ত বাইরে শুকানোর জন্য দেওয়া নার্সদের কয়েকটি অন্তর্বাস (inner garments) চুরি করে পালায় দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের সুপারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর পুত্র। তার নিজের একটি অ্যাম্বুল্যান্সও আছে। অভিযুক্ত শেখ মুন্না বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার তাকে কাটোয়া আদালতে পেশ করা হয়েছে।
এবিষয়ে এক নার্স বলেন, 'পাশাপাশি ঘরে আমরা তখন দু'জন নার্স বিশ্রাম নিচ্ছি। হঠাৎ শুনতে পাই দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। বাইরে বেরিয়ে দেখি মুন্না খালি গায়ে আমাদের বাথরুম থেকে বের হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে সে মদ্য পান করে মত্ত অবস্থায় ছিল। ভয়ে দরজা বন্ধ করে পাশের ঘরে এক সহকর্মীকে ডাকি। তখনও মুন্না বাইরে থেকে সাড়া দিচ্ছিল। এরপর চলে যাওয়ার সময় বাইরে শুকাতে দেওয়া আমাদের অন্তর্বাসগুলি নিয়ে যায়। পুরো ঘটনা আমরা হাসপাতালের সুপারকে জানিয়েছি।'
সুপার বিপ্লব মণ্ডল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।রাতের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে মুন্না মদের নেশায় আসক্ত। সুপার জানান, নার্স হস্টেলে নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে দেখা হবে।
