আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় ভোর কুয়াশায় মোড়া। হু হু করে বইছে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে আরও খানিকটা কমল তাপমাত্রার পারদ। হালকা শীতের আমেজ বাংলা জুড়ে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে বাংলায় কেমন থাকবে আবহাওয়া?
মৌসম ভবন সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় আরও খানিকটা কম। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা কমবে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর আরও কিছুদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ আগামী সপ্তাহে হালকা শীতের আমেজ বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা সামান্য কমবে। এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় রবিবার এবং সোমবার ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু'দিন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহের কিছু জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতা। এই তিন জেলায় কমবে দৃশ্যমানতা।
গোটা রাজ্য জুড়ে বর্তমানে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
