আজকাল ওয়েবডেস্ক: ভোরর দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। হালকা শিরশিরাণির অনুভূতি জেলায় জেলায়। তবু এই সময়ে যে প্রশ্নটা অনেকেই করে থাকেন, কবে শীত আসবে? হাওয়া অফিস যা জানাচ্ছে, উত্তুরে হাওয়া আর নিম্নচাপের সাঁড়াশি আক্রমণে কয়েকদিনেই কাঁপবে বাংলা।
কী বলছে হাওয়া অফিস? উত্তরপূর্ব বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় অবস্থানকারী ঘুনাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এসপ্তাহের শেষেই তা পরিণত হবে নিম্নচাপে।
একদিকে যেমন ব্যাপক প্রভাব ফেলতে পারে নিম্নচাপ, তেমনই আবার মাঝ-নভেম্বরে, ১৫ই নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করার সম্ভাবনা। ফলে আর জাঁকিয়ে শীতের আমেজের জন্য নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
তবে নিম্নচাপের সম্ভাবনা থাকলেও, আপাতত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়ার রাজ্যে। কেবল দু-একটি জেলার কোনও কোঅনও অংশে সামান্য বৃষ্টি হতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি থাকবে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত।
