আজকাল ওয়েবডেস্ক: ভরা শ্রাবণে জল থইথই শহর থেকে গ্রাম। টানা ভারী বৃষ্টি বাংলা জুড়ে। জল যন্ত্রণা থেকে সহজেই মিলবে না রেহাই। একটানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গভীর নিম্নচাপের ভ্রুকুটিতে আরও দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতাও জারি রয়েছে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় প্রতি ঘণ্টায় ২৫ কিমি বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, ২৬ জুলাই, শনিবার ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আনুমানিক ২৩.৪° উত্তর অক্ষাংশ ও ৮৫.২° পূর্ব দ্রাঘিমাংশে, রাঁচি (ঝাড়খণ্ড) থেকে প্রায় ২০ কিমি উত্তর-পশ্চিমে, জামশেদপুর (ঝাড়খণ্ড) থেকে ১২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, জশপুরনগর (ছত্তিশগড়) থেকে ১২০ কিমি পূর্ব-উত্তর পূর্বে এবং অম্বিকাপুর (ছত্তিশগড়) থেকে ২০০ কিমি পূর্বে অবস্থান করছিল। এটি সম্ভাব্যত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে আগামী ৩৬ ঘণ্টায় ঝাড়খণ্ড, সংলগ্ন উত্তর ছত্তিশগড়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে অতিক্রম করবে। 

 

গভীর নিম্নচাপের জেরেই টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

আরও পড়ুন: ব্যাঙ্কে গাঁক গাঁক করে বাজছে গান, মাথায় মদের গ্লাস তুলে নাচে করছেন ম্যানেজার! দৃশ্য দেখে ছিঃ ছিক্কার সকলের

 

সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায়। আগামী বুধবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট।‌ যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

 

আগামী সোমবার কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।