আজকাল ওয়েবডেস্ক: হাতে আর সময় নেই। কিছুক্ষণেই নামবে ঝেঁপে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মঙ্গলবার বিকেলে তীব্র দাবদাহ থেকে জেলায় জেলায় অবশেষে মিলবে স্বস্তি। জারি হল সতর্কতাও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়েই উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছ'জেলায় হলুদ সর্তকতা জারি হয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামিকাল, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আগামী রবিবার পর্যন্ত তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
