আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রুকুটি। টানা বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে রোদের দেখা মিলেছিল। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের চোখরাঙানি।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২৪ জুলাই পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ২৩ ও ২৪ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ জুলাই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এদিকে, উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত চলবে আগামী সোমবার পর্যন্ত।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই হাওয়া অফিস জানিয়েছিল নিম্নচাপের প্রভাব কমেছে বঙ্গে। তার জেরেই কমেছিল বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
এটা ঘটনা বুধবার সন্ধে থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছিল। আর বৃহস্পতিবার সকাল থেকে ধূসর মেঘের দল সরে যায় আকাশ থেকে। গত টানা কয়েকদিন পর ফের বৃহস্পতিবার দেখা মেলে ঝকঝকে রোদের। হালকা মেঘের আনাগোনা থাকলেও, ছিল মনোরম আবহাওয়া। রোদে অস্বস্তিও পোহাতে হচ্ছিল না। গত কয়েকদিনের বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। তবে দাপট কমলেও হাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। আগামী সাতদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। কিন্তু এখন হাওয়া দপ্তর জানাচ্ছে, ফের হাজির হতে চলেছে একটি নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্ত তো বটেই, আগামী সপ্তাহেও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি।
