আজকাল ওয়েবডেস্ক: ধূসর মেঘের দল সরল আকাশ থেকে। গত টানা কয়েকদিন পর ফের দেখা মিলল ঝকঝকে রোদের। হালকা মেঘের আনাগোনা থাকলেও, আপাতত মনোরম আবহাওয়া। রোদে অস্বস্তিও পোহাতে হচ্ছে না। গত কয়েকদিনের বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ বর্তমানে নিম্নমুখী। দাপট কমলেও, বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। আগামী সাতদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আজ থেকে শুরু করে চলতি সপ্তাহান্তে নতুন করে আর ভোগান্তি পোহাতে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের প্রভাব কমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে। এর জেরেই কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তাই সঙ্গে ছাতা, রেইনকোট রাখাই উচিত। বিশেষত, আজকেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর দিনভর শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল থেকে ঝকঝকে রোদের দেখা মিললেও, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: বিয়ের খরচ বাঁচাতে চান? নিমন্ত্রণ পত্রে চারটে শব্দ থাকলেই কেল্লাফতে! কী কী জানুন

আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও‌। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। 

আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ছয় জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের কোনও জেলাতেই চরম দুর্যোগের সম্ভাবনা নেই। আজ ও আগামিকাল, শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ফের। একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও জারি রয়েছে হলুদ সর্তকতা, আবার কোথাও জারি কমলা সতর্কতা। 

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবারেও এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।  রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। 

আগামী সোমবার শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। দিন কয়েক আগেই সামান্য রোদের দেখা মিলেছিল উত্তরবঙ্গে। মেঘ সরে কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার রূপ। আপাতত আগামী দুইদিন ভোগান্তির কোনও সম্ভাবনা নেই। কিন্তু সপ্তাহান্ত থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে পারে। ধস নামার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।